ফেনী থেকে প্রতিনিধি : আজ বৃহস্পতিবার (৩১ জুলাই)দাগনভূঞা পৌরসভার ফাজিলের ঘাট রোডে উপজেলা ভূমি অফিসে সকালে ফিতা কেটে কেন্দ্রটির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব- স ম আজহারুল ইসলাম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জনাব শহিদুল আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সেবা প্রত্যাশীরা। চালু হওয়া এই সহায়তা কেন্দ্র থেকে ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা ও তথ্য দ্রুত ও সহজ উপায়ে পাওয়া যাবে। এতে জনগণের হয়রানি ও ভোগান্তি কমবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
উল্লেখ্য, দাগনভূঞা উপজেলায় এ পর্যন্ত তিনটি ‘ভূমি সেবা সহায়তা কেন্দ্র’ চালু করা হয়েছে।
একটি দাগনভূঞা পৌর ভূমি অফিসে,একটি ইয়াকুবপুর ইউনিয়নের দুধমুখা বাজারে এবং আরেকটি সিন্দুরপুর ইউনিয়নের দরবেশের হাটে অবস্থিত।এই উদ্যোগকে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার একটি প্রশংসনীয় পদক্ষেপ হিসেবে দেখছেন সচেতন মহল।
সম্পাদক : মোহাম্মদ জিয়াউল হক, প্রকাশক : আব্দুল্লাহ আল মাহমুদ
Contact : +8801822288799 (WhatsApp), E-mail : muktomonnews@gmail.com, Office : 56, A.H Tower (4th Floor), Sector-3, Road-2, Azampur, Uttara, Dhaka-1230.
© All rights reserved by Weekly MUKTOMON - 2024-25