দাগনভূঞা (ফেনী): ফেনীর দাগনভূঞা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকাল আনুমানিক ৭টার দিকে দাগনভূঞা বাজারের চৌমুহনী রোডের কামারের গলি এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে।
খবর পেয়ে ফেনী থেকে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট এবং নোয়াখালী থেকে ২টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় ১ ঘণ্টা ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস।
এ অগ্নিকাণ্ডে বাজারের অন্তত ৬টি দোকান ও ২টি গোডাউন সম্পূর্ণভাবে পুড়ে গেছে। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ২ কোটি টাকা বা তারও বেশি বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
অগ্নিকাণ্ডের সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গেই দাগনভূঞা উপজেলা নির্বাহী অফিসার ঘটনাস্থলে উপস্থিত হয়ে ব্যবসায়ী নেতৃবৃন্দ, ক্ষতিগ্রস্ত দোকান মালিক, সাংবাদিক এবং স্থানীয় জনগণের সঙ্গে কথা বলেন। তিনি ক্ষতিগ্রস্তদের সার্বিক বিষয়ে খোঁজখবর নেন।
ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানিয়েছে, আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে তা তদন্ত করে জানা যাবে। জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সর্বোচ্চ সহায়তা দিতে পাশে থাকবে বলেও আশ্বাস দেওয়া হয়েছে।
অগ্নিকাণ্ডের ফলে উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে বাংলাদেশ সেনাবাহিনীর দাগনভূঞা ক্যাম্পের সদস্যরা এবং দাগনভূঞা থানার পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বর্তমানে এলাকার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
সম্পাদক : মোহাম্মদ জিয়াউল হক, প্রকাশক : আব্দুল্লাহ আল মাহমুদ
Contact : +8801822288799 (WhatsApp), E-mail : muktomonnews@gmail.com, Office : 56, A.H Tower (4th Floor), Sector-3, Road-2, Azampur, Uttara, Dhaka-1230.
© All rights reserved by Weekly MUKTOMON - 2024-25