সগীর আহমেদ: বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান-এর পিতা জনাব আজানুর খন্দকার আর নেই।
তিনি ১১ জুন (মঙ্গলবার) সন্ধ্যায় নড়াইল জেলার মির্জাপুরে নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর।
মরহুম ছিলেন একজন সৎ, ধর্মপ্রাণ ও সমাজসেবী মানুষ। এলাকার মানুষের কাছে তিনি ছিলেন অত্যন্ত শ্রদ্ধাভাজন।
মরহুমের মৃত্যুতে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির মহাসচিব সগীর আহমেদ গভীর শোক প্রকাশ করেছেন।
এক শোকবার্তায় তিনি বলেন, “জনাব আজানুর খন্দকার ছিলেন একজন আদর্শবান পিতা ও সমাজের গ্রহণযোগ্য মুখ। তাঁর সন্তান সাংবাদিকতা পেশায় নিষ্ঠার সঙ্গে কাজ করে চলেছেন, যা মরহুমের সুনাগরিক গড়ে তোলার শিক্ষা ও আদর্শেরই প্রতিফলন। আমরা একজন অভিভাবকতুল্য মানুষকে হারালাম।”
তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান।
সম্পাদক : মোহাম্মদ জিয়াউল হক, প্রকাশক : আব্দুল্লাহ আল মাহমুদ
Contact : +8801822288799 (WhatsApp), E-mail : muktomonnews@gmail.com, Office : 56, A.H Tower (4th Floor), Sector-3, Road-2, Azampur, Uttara, Dhaka-1230.
© All rights reserved by Weekly MUKTOMON - 2024-25