ঢাকা-১৭ আসনকে একটি অন্তর্ভুক্তিমূলক ও ঐক্যবদ্ধ জনপদ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ধানেরশীষের প্রার্থীর পক্ষ থেকে “সবার ঢাকা-১৭” শীর্ষক অফিসিয়াল ওয়েবসাইট ও ফেসবুক পেজের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে।
এই উদ্যোগের মূল লক্ষ্য হলো—হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টানসহ সকল ধর্মের মানুষ এবং দল-মত-ধর্ম-বর্ণ-শ্রেণী নির্বিশেষে ঢাকা-১৭ কে সবার জন্য একটি নিরাপদ, সমান ও মানবিক জনপদ হিসেবে প্রতিষ্ঠা করা। বিভেদ নয়, ঐক্য—এই বার্তাকে সামনে রেখেই “সবার ঢাকা-১৭” প্ল্যাটফর্মটি যাত্রা শুরু করেছে।
উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়, সকল প্রকার বিভাজনের অবসান ঘটিয়ে জাতীয় স্বার্থকে সর্বাগ্রে রাখাই এই উদ্যোগের মূল অঙ্গীকার। “সকল বিভেদের হোক শেষ—সবার আগে বাংলাদেশ”—এই স্লোগানকে ধারণ করে ঢাকা-১৭ এর মানুষের কণ্ঠস্বর তুলে ধরতে কাজ করবে এই ডিজিটাল প্ল্যাটফর্মগুলো।
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তার ভেরিফায়েড ফেসবুক পেজে এই উদ্যোগের তথ্য শেয়ার করে “সবার ঢাকা-১৭” ধারণার প্রতি সমর্থন জানান।
ইতোমধ্যে “সবার ঢাকা-১৭” নামে একটি অফিসিয়াল ফেসবুক পেজ চালু করা হয়েছে, যেখানে নিয়মিতভাবে কর্মসূচি, মতামত ও জনসংযোগমূলক তথ্য প্রকাশ করা হবে। পাশাপাশি [www.shobardhaka17.com](http://www.shobardhaka17.com) ওয়েবসাইটের মাধ্যমে ঢাকা-১৭ সম্পর্কিত বিভিন্ন পরিকল্পনা ও বার্তা জনগণের কাছে তুলে ধরা হবে।
এই উদ্যোগকে কেন্দ্র করে ঢাকা-১৭ এর সর্বস্তরের মানুষের মধ্যে নতুন করে আশাবাদ সৃষ্টি হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
সম্পাদক : মোহাম্মদ জিয়াউল হক, প্রকাশক : আব্দুল্লাহ আল মাহমুদ
Contact : +8801822288799 (WhatsApp), E-mail : muktomonnews@gmail.com, Office : 56, A.H Tower (4th Floor), Sector-3, Road-2, Azampur, Uttara, Dhaka-1230.
© All rights reserved by Weekly MUKTOMON - 2024-25