মুক্তমন ডেস্ক : বাংলাদেশ কৃষি ব্যাংক ঢাকা বিভাগের ২০২৫-২০২৬ অর্থবছরের অর্ধ-বার্ষিক সমাপনীতে ব্যবসায়িক লক্ষ্যমাত্রার বিপরীতে অর্জন ও অবশিষ্ট সময়ের লক্ষ্যমাত্রা শতভাগ অর্জনে করণীয় সংক্রান্ত বিভাগীয় সম্মেলন ২৪ জানুয়ারি ২০২৬ তারিখে ব্যাংকের প্রধান কার্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সঞ্চিয়া বিন্তে আলী।
সভায় চলতি অর্থবছরের প্রথমার্ধে ঢাকা বিভাগের আমানত সংগ্রহ, ঋণ বিতরণ ও আদায়, খেলাপি ঋণ নিয়ন্ত্রণ, রেমিট্যান্স সংগ্রহসহ সকল ব্যবসায়িক অগ্রগতি পর্যালোচনা করা হয় এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বাস্তবায়নে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করে যথাযথভাবে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা প্রদান করা হয়।
ঢাকা বিভাগের মহাব্যবস্থাপক গোলাম মোঃ আরিফ এর সভাপতিত্বে সম্মেলনে উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক মোঃ আঃ রহিম ও মোহাঃ খালেদুজ্জামান এবং পরিকল্পনা ও পরিচালন মহাবিভাগের মহাব্যবস্থাপক আশরাফুজ্জামান খান। এসময় ঢাকা বিভাগের বিভাগীয় নিরীক্ষা কর্মকর্তা, সকল মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক, কর্পোরেট শাখা প্রধান, আঞ্চলিক নিরীক্ষা কর্মকর্তা ও শাখা ব্যবস্থাপকগণ উপস্থিত ছিলেন।
সম্পাদক : মোহাম্মদ জিয়াউল হক, প্রকাশক : আব্দুল্লাহ আল মাহমুদ
Contact : +8801822288799 (WhatsApp), E-mail : muktomonnews@gmail.com, Office : 56, A.H Tower (4th Floor), Sector-3, Road-2, Azampur, Uttara, Dhaka-1230.
© All rights reserved by Weekly MUKTOMON - 2024-25