প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৬, ২০২৫, ৬:১৮ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ১৪, ২০২৫, ২:৫৫ এ.এম
আদায় করা অতিরিক্ত ভাড়া উঠিয়ে দিল যৌথ বাহিনী, ৭ বাসের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর খিলক্ষেতে ঈদুল আযহার ফিরতি যাত্রায় যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত আদায় করা ভাড়ার টাকা উঠিয়ে দিয়েছে যৌথ বাহিনী। এসময় ৭টি বাসের বিরুদ্ধে মামলাও দেওয়া হয়েছে।
ময়মনসিংহ - ঢাকা মহাসড়কের খিলক্ষেত এলাকায় শুক্রবার (১৩ জুন) বিকেলে ঘন্টা ব্যাপী অভিযান চালিয়ে অতিরিক্ত ভাড়ার টাকা আদায় ও সাতটি গাড়ির বিরুদ্ধে মামলা দেওয়া হয়।
অভিযানের নেতৃত্ব দেয় পূর্বাচল আর্মি ক্যাম্পের সেনা কর্মকর্তা। এতে ডিএমপি'র খিলক্ষেত থানা পুলিশ ও ট্রাফিক পুলিশ সহযোগীতা করে।
অভিযান শেষে রাতে পূর্বাচল আর্মি ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সেনাবাহিনী জানায়, খিলক্ষেত বাসস্ট্যান্ড এলাকায় প্রায় ৫০টির অধিক দূরপাল্লার বাসের যাত্রীদের নিকট হতে অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অধিকাংশ বাস হতে বিপুল পরিমানে আদায়কৃত অতিরিক্ত ভাড়া যাত্রীদেরকে ফেরত প্রদান করা হয়। এছাড়াও পুলিশ কর্তৃক ৭টি বাসের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
সম্পাদক : মোহাম্মদ জিয়াউল হক, প্রকাশক : আব্দুল্লাহ আল মাহমুদ
Contact : +8801822288799 (WhatsApp), E-mail : muktomonnews@gmail.com, Office : 56, A.H Tower (4th Floor), Sector-3, Road-2, Azampur, Uttara, Dhaka-1230.
© All rights reserved by Weekly MUKTOMON - 2024-25