মুক্তমন রিপোর্ট : উত্তরা পূর্ব থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমানকে উত্তরা এলাকায় নির্বিচার হত্যাযজ্ঞ চালানোর অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশের একটি দল তাকে বিকেল ৪টার দিকে গ্রেপ্তার করে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আজ তাকে হাজির করা হবে বলে ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী মোনাওয়ার হোসেন তামিম দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন।
গত জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও গণঅভ্যুত্থানে উত্তরা এলাকায় পুলিশের গুলিতে ব্যাপক হতাহতের ঘটনা ঘটে। মজিবুর রহমান সেই সময় উত্তরা পূর্ব থানার ওসির দায়িত্বে ছিলেন।
২ আগস্ট তাকে বদলি করা হয় এবং শাহবাগ থানার পরিদর্শক (তদন্ত) শাহ আলমকে উত্তরা পূর্ব থানার ওসির দায়িত্ব দেওয়া হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত একটি হত্যা মামলায় অভিযুক্ত শাহ আলমকে গত ৮ জানুয়ারি কুষ্টিয়ায় তাকে গ্রেপ্তার করা হয়। সেখানে তাকে উত্তরা পূর্ব থানায় আনা হয় এবং পরের দিন ঢাকার একটি আদালতে হাজির করার কথা ছিল।
কিন্তু এর আগেই, দুপুরে তিনি থানা থেকে পালিয়ে যান। তিনি এখনও পলাতক।
সম্পাদক : মোহাম্মদ জিয়াউল হক, প্রকাশক : আব্দুল্লাহ আল মাহমুদ
Contact : +8801822288799 (WhatsApp), E-mail : muktomonnews@gmail.com, Office : 56, A.H Tower (4th Floor), Sector-3, Road-2, Azampur, Uttara, Dhaka-1230.
© All rights reserved by Weekly MUKTOMON - 2024-25