
সরকারি তিতুমীর কলেজে শহিদ মামুন হল দখলকে কেন্দ্র করে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। অভিযোগ উঠেছে, কলেজ ছাত্রদলের অভ্যন্তরীণ বিরোধের জেরে কড়াইল বস্তি থেকে ভাড়াটে গুন্ডা এনে হলের সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা চালানো হয়।
প্রত্যক্ষদর্শী ও শিক্ষার্থীদের সূত্রে জানা যায়, কলেজ ছাত্রদলের সদস্য সচিব সেলিম রেজার নির্দেশে ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আরিফ মোল্লার নেতৃত্বে একটি গ্রুপ এই হামলায় জড়িত ছিল। হামলায় আরিফ মোল্লা গ্রুপের সঙ্গে তথাকথিত ‘জলতরঙ্গ গ্রুপ’-এর জাহিদুল ইসলাম নাহিদের অনুসারীরাও অংশ নেয় বলে অভিযোগ রয়েছে।
হঠাৎ সংঘটিত এই হামলায় হলের সাধারণ শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সংঘর্ষে অন্তত পাঁচজন শিক্ষার্থী গুরুতর আহত হন। আহতদের দ্রুত অ্যাম্বুলেন্সে করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার পরপরই কলেজ প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ক্যাম্পাসে অতিরিক্ত নজরদারি বাড়ানো হয়েছে এবং দোষীদের চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে সাধারণ শিক্ষার্থীরা হল ও ক্যাম্পাসে নিরাপদ পরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছেন এবং রাজনৈতিক প্রভাবমুক্ত শিক্ষাঙ্গনের আহ্বান জানিয়েছেন।
সম্পাদক : মোহাম্মদ জিয়াউল হক, প্রকাশক : আব্দুল্লাহ আল মাহমুদ
Contact : +8801822288799 (WhatsApp), E-mail : muktomonnews@gmail.com, Office : 56, A.H Tower (4th Floor), Sector-3, Road-2, Azampur, Uttara, Dhaka-1230.
© All rights reserved by Weekly MUKTOMON - 2024-25