স্পোর্টস ডেস্কঃ বিপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ের ২ উইকেটের অবিশ্বাস্য জয় তুলে নিয়েছে চিটাগং কিংস। সেই সঙ্গে ফাইনালে পা রেখেছে মোহাম্মদ মিঠুনের দল। আগামী ৭ ফেব্রুয়ারি ফাইনালে ফরচুন বরিশালের বিপক্ষে মাঠে নামবে চিটাগং।
বুধবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে ১৬৩ রানের পুঁজি পায় খুলনা। জবাবে ইনিংসের শেষ বলে চার মেরে চিটাগংকে জয় এনে দেন আলিস ইসলাম। ৭ বলে ১৭ রানে অপরাজিত থাকেন তিনি। দলের হয়ে ৪৬ বলে সর্বোচ্চ ৫৭ রান করেন খাওয়াজা নাফে। দ্বিতীয় সর্বোচ্চ ৪০ রান আসে তালাতের ব্যাট থেকে। খুলনার হয়ে হাসান মাহমুদ ও মুশফিক হাসান তিনটি করে উইকেট নেন।
এর আগে শিমরন হেটমায়ারের ব্যাটিং ঝড়ে স্কোরবোর্ডে এই পুঁজি পায় খুলনা। ষষ্ঠ ব্যাটার হিসেবে আউট হওয়ার আগে ৩৩ বলে ৬৩ রানের ইনিংস খেলেন হেটমায়ার। তার ইনিংসটি সাজানো ছিল ৬ চার ও ৪ ছয়ের মারে। ৩২ বলে দ্বিতীয় সর্বোচ্চ ৪১ রান করেন মাহিদুল ইসলাম অঙ্কন। পঞ্চম উইকেটে ৭৩ রান যোগ করেন এই দুজন। খুলনার হয়ে বল হাতে সামনে থেকে নেতৃত্ব দেন বিনুরা ফার্নান্দো। ২৭ রানে ২ উইকেট নেন তিনি।
সম্পাদক : মোহাম্মদ জিয়াউল হক, প্রকাশক : আব্দুল্লাহ আল মাহমুদ
Contact : +8801822288799 (WhatsApp), E-mail : muktomonnews@gmail.com, Office : 56, A.H Tower (4th Floor), Sector-3, Road-2, Azampur, Uttara, Dhaka-1230.
© All rights reserved by Weekly MUKTOMON - 2024-25