
মুক্তমন রিপোর্ট : বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সীমান্ত সুরক্ষা, চোরাচালান দমন, অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা রক্ষা এবং জনকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রমে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আসন্ন ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১৩৮টি সংসদীয় আসনে ১৭২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হবে।
রোববার (১৯ জানুয়ারি) দুপুরে বেনাপোলের দৌলতপুর সীমান্তে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাফিজ ইমতিয়াজ আহসান।
তিনি বলেন, নির্বাচনে প্রভাব বিস্তারের উদ্দেশ্যে যেন কোনোভাবে সীমান্তপথে অবৈধ অস্ত্র প্রবেশ করতে না পারে, সে লক্ষ্যে বিজিবি অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করবে। পাশাপাশি ১৮টি জেলার গুরুত্বপূর্ণ ৯৩টি স্থানে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হবে।
এসময় তিনি আরও জানান, ভোটকেন্দ্রের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্বপ্রাপ্ত বিজিবি সদস্যরা নিয়মিত টহল ও ভোটকেন্দ্র রেকি কার্যক্রম পরিচালনা করবে। এছাড়া নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত এলাকায় খুলনা ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা সকল আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে ‘অপারেশন ডেভিল হান্ট–২’-এ অংশগ্রহণ করছে।
বিজিবি অধিনায়ক বলেন, নির্বাচন চলাকালীন কোনো দুষ্কৃতিকারী যাতে দেশের শান্তিপূর্ণ পরিবেশকে অস্থিতিশীল করতে না পারে, সে লক্ষ্যে বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্ত এলাকায় অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান পরিচালনার পাশাপাশি জনসচেতনতামূলক সভা নিয়মিত আয়োজনের মাধ্যমে স্থানীয় জনগণকে নির্বাচনে অংশগ্রহণে উদ্বুদ্ধ ও সচেতন করা হচ্ছে।
সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, গত এক বছরে খুলনা ২১ ব্যাটালিয়ন বিজিবির চোরাচালান প্রতিরোধ অভিযানে স্বর্ণ, মাদক ও আগ্নেয়াস্ত্রসহ প্রায় ১৪ কোটি টাকা মূল্যের বিভিন্ন অবৈধ পণ্য আটক করা হয়েছে।
এছাড়া যশোর রিজিয়নের সাতটি ব্যাটালিয়ন তাদের দায়িত্বপূর্ণ প্রায় ৬০০ কিলোমিটার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৩৭৭ কোটি ৫০ লাখ টাকার বিভিন্ন ধরনের চোরাচালান পণ্য উদ্ধার করেছে। এ সময় চোরাচালানের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৩৮০ জন চোরাকারবারিকে আটক করা হয়।
উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে ৫৮ কেজি স্বর্ণ, ১২৪ কেজি রৌপ্য, ২৭টি আগ্নেয়াস্ত্র, ১৫২ রাউন্ড গুলি, ৪০ হাজার মার্কিন ডলার, ১ লাখ ১০ হাজার সৌদি রিয়াল, বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ২৮ হাজার ৩৯৩ বোতল, ৩৭ কেজি হেরোইন, ২ লাখ ৬৫ হাজার ৩৭৩ পিস ইয়াবা, ৪৯ হাজার ৮৮ বোতল ফেনসিডিল, ১ হাজার ৬৭৭ কেজি গাঁজা এবং বিপুল পরিমাণ অবৈধ ওষুধ।
বিজিবি কর্তৃপক্ষ জানায়, সীমান্ত নিরাপত্তা ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে তাদের এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সম্পাদক : মোহাম্মদ জিয়াউল হক, প্রকাশক : আব্দুল্লাহ আল মাহমুদ
Contact : +8801822288799 (WhatsApp), E-mail : muktomonnews@gmail.com, Office : 56, A.H Tower (4th Floor), Sector-3, Road-2, Azampur, Uttara, Dhaka-1230.
© All rights reserved by Weekly MUKTOMON - 2024-25