মুক্তমন রিপোর্ট : আসন্ন পবিত্র ঈদ-উল-আজাহা উপলক্ষ্যে সিএনজি/ফিলিং স্টেশনগুলো ঈদের দিনসহ এর পূর্বের ৭(সাত) দিন এবং পরের ৫(পাঁচ) দিন সার্বক্ষণিক খোলা থাকবে।
আসন্ন পবিত্র ঈদ-উল-আজাহা ২০২৫ উদযাপন উপলক্ষ্যে সড়কপথে যাত্রীসাধারণের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করার নিমিত্ত সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মহাদয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় "আসন্ন পবিত্র ঈদ-উল-আজাহা উপলক্ষ্যে সিএনজি/ফিলিং স্টেশনগুলো ঈদের দিনসহ এর পূর্বের ৭(সাত) দিন এবং পরের ৫(পাঁচ) দিন সার্বক্ষণিক খোলা রাখতে হবে" মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
এ প্রেক্ষিতে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের এক অফিস আদেশের মাধ্যমে আসন্ন পবিত্র ঈদ-উল-আজাহা ২০২৫ উদযাপন উপলক্ষ্যে সড়কপথে যাত্রীসাধারণের যাতায়াতে যানবাহন চলাচল স্বাভাবিক রাখার জন্য জ্বালানি তেল সরবরাহের সুবিধার্থে ঈদের দিনসহ ঈদের পূর্বের ৭(সাত) দিন এবং ঈদের পরের ৫(পাঁচ) দিন ফিলিং স্টেশনসমূহ সার্বক্ষণিক খোলা রাখার নিমিত্ত সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা প্রদান করা হয়েছে।
সম্পাদক : মোহাম্মদ জিয়াউল হক, প্রকাশক : আব্দুল্লাহ আল মাহমুদ
Contact : +8801822288799 (WhatsApp), E-mail : muktomonnews@gmail.com, Office : 56, A.H Tower (4th Floor), Sector-3, Road-2, Azampur, Uttara, Dhaka-1230.
© All rights reserved by Weekly MUKTOMON - 2024-25