স্টাফ রিপোর্টারঃ দেশের বিরাজমান পরিস্থিতিতে নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে সুপ্রিম কোর্টে প্রবেশকালে আইনজীবী, আইনজীবী সহকারী,সাংবাদিক, বিচারপ্রার্থীসহ কর্মকর্তা-কর্মচারীদের পরিচয়পত্র সঙ্গে রাখতে অনুরোধ করা হয়েছে।
সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী স্বাক্ষরিত এ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বিষয়টি উল্লেখ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার হতে উচ্চ আদালতে নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করা হয়েছে। সুপ্রিম কোর্টের গুরুত্বপূর্ণ গেইট ও সুপ্রিম কোর্ট প্রাঙ্গনে সেনা সদস্য, বিজিবি, র্যাব ও পুলিশ সদস্যদের নিয়োজিত করা হয়েছে। সুপ্রিম কোর্ট মাজার গেইট দিয়ে যারা প্রবেশ করবেন তাদের নিজস্ব পরিচয় পত্র সঙ্গে রাখতে হবে। নির্দেশনায় বলা হয়, বাংলাদেশ সুপ্রিম কোর্টের নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে সুপ্রিম কোর্টে আগত আইনজীবী, আইনজীবী সহকারী, বিচারপ্রার্থী জনগণ এবং সুপ্রিম কোর্টে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের সুপ্রিম কোর্টে প্রবেশকালে স্ব-স্ব পরিচয়পত্র সাথে রাখার অনুরোধ করা হলো। নিরাপত্তার স্বার্থে দায়িত্বে নিয়োজিত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চাহিদামত এনআইডি কার্ড অথবা পাসপোর্ট কিংবা অফিসিয়াল পরিচয়পত্র প্রদর্শন করার জন্য অনুরোধ করা হলো।
সম্পাদক : মোহাম্মদ জিয়াউল হক, প্রকাশক : আব্দুল্লাহ আল মাহমুদ
Contact : +8801822288799 (WhatsApp), E-mail : muktomonnews@gmail.com, Office : 56, A.H Tower (4th Floor), Sector-3, Road-2, Azampur, Uttara, Dhaka-1230.
© All rights reserved by Weekly MUKTOMON - 2024-25