রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামে গরু বাঁচাতে গিয়ে ট্রেনের নীচে কাটা পড়ে মারা গেলেন আ: খালেক (৬৮) নামের এক বৃদ্ধ।
আজ সোমবার (২৬মে) বিকাল সাড়ে ৫টায় রাজারহাট-তিস্তা রেল সড়কের মন্ডলের বাজার নামক স্থানে ঘটনাটি ঘটে।
নিহত আব্দুল খালেক উপজেলার সদর ইউনিয়নের দেবীচরণ গ্রামের মৃত হাফিজ উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, আ: খালেক প্রতিদিনের ন্যায় গরু ঘাস খাওয়াতে মন্ডলের বাজার নামক এলাকায় নিয়ে আসেন। এসময় রেল লাইলে থাকা তার গরুটিকে বাঁচাতে গিয়ে পা ফসকে ট্রেনে নীচে কাটা পড়ে মারা যান তিনি।
পরে স্থানীয়রা তার ছিন্ন বিছিন্ন লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে যায় যান।
রাজারহাট থানার অফিসার ইনচার্জ মো. তছলিম উদ্দিন মুক্তমনকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
সম্পাদক : মোহাম্মদ জিয়াউল হক, প্রকাশক : আব্দুল্লাহ আল মাহমুদ
Contact : +8801822288799 (WhatsApp), E-mail : muktomonnews@gmail.com, Office : 56, A.H Tower (4th Floor), Sector-3, Road-2, Azampur, Uttara, Dhaka-1230.
© All rights reserved by Weekly MUKTOMON - 2024-25