স্টাফ রিপোর্টারঃ রাজধানীর খিলগাঁও এলাকা থেকে চুরি হওয়া একটি প্রাইভেটকার, চারটি মোবাইল ফোন ও একটি ল্যাপটপ বাগেরহাট জেলা থেকে উদ্ধার করেছে খিলগাঁও থানা পুলিশ।
খিলগাঁও থানা সূত্রে জানা য়ায়, জনৈক মোঃ রায়হান (২৬) খিলগাঁও থানা এলাকার একজন বাসিন্দা। গত ২৫ জানুয়ারি ২০২৫ রাতে রায়হানের খিলগাঁওয়ের বাসায় তার ব্যক্তিগত গাড়ির চালক মোঃ মাসুদ শেখ (৩৬) প্রবেশ করে একটি এলিয়েন প্রাইভেটকার, চারটি মোবাইল এবং একটি ল্যাপটপ চুরি করে পালিয়ে যায়। এই ঘটনায় রায়হান বাদী হয়ে ২৭ জানুয়ারি ২০২৫ তারিখে খিলগাঁও থানায় মাসুদের বিরুদ্ধে একটি চুরির মামলা দায়ের করেন।
থানা সূত্রে আরো জানা যায়, মামলাটির তদন্তকালে গোয়েন্দা তথ্য বিশ্লেষণ এবং প্রযুক্তির সহায়তায় বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ থানা এলাকায় চুরি হওয়া জিনিসপত্রের সন্ধান পাওয়া যায়। অতঃপর খিলগাঁও থানার একটি চৌকস দল বাগেরহাট জেলা পুলিশের সহায়তায় বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভিতরে অভিযান পরিচালনা করে চুরি হওয়া উক্ত জিনিসপত্র উদ্ধার করে। অভিযানকালে কাউকে গ্রেফতার করা যায়নি।
মামলার সুষ্ঠু তদন্ত প্রক্রিয়াধীন রয়েছে। অভিযুক্ত মাসুদকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
সম্পাদক : মোহাম্মদ জিয়াউল হক, প্রকাশক : আব্দুল্লাহ আল মাহমুদ
Contact : +8801822288799 (WhatsApp), E-mail : muktomonnews@gmail.com, Office : 56, A.H Tower (4th Floor), Sector-3, Road-2, Azampur, Uttara, Dhaka-1230.
© All rights reserved by Weekly MUKTOMON - 2024-25