মুক্তমন ডেস্ক : জামালপুরের মাদারগঞ্জের তারতাপাড়া গ্রামে গ্যাস অনুসন্ধানে কূপ খননের কাজ শেষে প্রাথমিক পরীক্ষায় গ্যাসের সন্ধান মিলেছে।
রোববার দুপুরে জামালপুর-১ অনুসন্ধান কূপ খনন প্রকল্পের পরিচালক মো. মোজাম্মেল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
জামালপুর-১ অনুসন্ধান কূপ খনন প্রকল্পের কর্মকর্তারা বলছেন, ২ হাজার ৬০০ মিটার খনন করা হয়েছে। ১ হাজার ৪৪১ থেকে ১ হাজার ৪৪৫ মিটার মাটির নিচের স্তরে থেকে ৭ দশমিক ২ মিলিয়ন চাপে গ্যাস বের হচ্ছে। তার উপরে আরও একটি স্তর রয়েছে। ওইখানেও গ্যাস রয়েছে।
আগামী ৭২ ঘণ্টা প্রাথমিক পরীক্ষা শেষে কি পরিমাণ গ্যাস রয়েছে তা জানা যাবে।
এর আগে চলতি বছরের ২৪ জানুয়ারি উপজেলার তারতাপাড়া গ্রামে গ্যাস খনন কূপটির খনন কাজ উদ্বোধন করেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম। প্রায় ১৬৮ কোটি টাকা ব্যয়ে কূপ খননের কাজ শুরু হয়।
কূপ খনন প্রকল্পের প্রকল্প পরিচালক মোজাম্মেল হক সাংবাদিকদের বলেন, “গ্যাস বের হচ্ছে। তবে এই মুহূর্তে বলা যাচ্ছে না কি পরিমাণ গ্যাস রয়েছে। পরীক্ষা শেষে তা জানা যাবে।
“এছাড়া অন্য কোনো খনিজ পদার্থ থাকলে সেটিও পরীক্ষা শেষে জানা যাবে।”
সম্পাদক : মোহাম্মদ জিয়াউল হক, প্রকাশক : আব্দুল্লাহ আল মাহমুদ
Contact : +8801822288799 (WhatsApp), E-mail : muktomonnews@gmail.com, Office : 56, A.H Tower (4th Floor), Sector-3, Road-2, Azampur, Uttara, Dhaka-1230.
© All rights reserved by Weekly MUKTOMON - 2024-25