
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (DNCC) উদ্যোগে DNCC SPOGOMI GAMES 2026 (ময়লা কুড়ানোর প্রতিযোগিতা)–এর উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ২৫ জানুয়ারি ২০২৬ (রবিবার) সকাল ১১টা থেকে এ উদ্বোধন অনুষ্ঠান আয়োজন করা হবে উত্তরখান এলাকার বজলুল হক খান স্কুল অ্যান্ড কলেজের মাঠে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিবেশ সচেতনতা বৃদ্ধি, পরিচ্ছন্ন নগর গড়ে তোলা এবং নাগরিকদের স্বেচ্ছাসেবী অংশগ্রহণে উৎসাহিত করতেই এ ধরনের প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। প্রতিযোগিতায় বিভিন্ন দল নির্দিষ্ট এলাকায় ময়লা সংগ্রহে অংশ নেবে।
DNCC SPOGOMI GAMES 2026-এর মাধ্যমে তরুণ সমাজসহ নগরবাসীর মধ্যে পরিবেশবান্ধব আচরণ গড়ে উঠবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।
সম্পাদক : মোহাম্মদ জিয়াউল হক, প্রকাশক : আব্দুল্লাহ আল মাহমুদ
Contact : +8801822288799 (WhatsApp), E-mail : muktomonnews@gmail.com, Office : 56, A.H Tower (4th Floor), Sector-3, Road-2, Azampur, Uttara, Dhaka-1230.
© All rights reserved by Weekly MUKTOMON - 2024-25