
মুক্তমন রিপোর্ট : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা–১৮ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম জাহাঙ্গীর হোসেন বলেছেন, “ঢাকা–১৮ আসনে সন্ত্রাসী ও চাঁদাবাজদের কোনো ঠাঁই হবে না। যারা ভালো মানুষ, আমি তাদের সেবায় নিয়োজিত থাকব।”
বৃহস্পতিবার সকালে রাজধানীর উত্তরখান এলাকায় শাহ কবির (রহ.)-এর মাজার প্রাঙ্গণ থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ শুরুর আগে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এস এম জাহাঙ্গীর হোসেন বলেন, তিনি দীর্ঘ ৩৮ বছর ধরে রাজনীতির সঙ্গে যুক্ত থেকে জনসেবায় নিয়োজিত রয়েছেন এবং আগামীতেও থাকবেন। করোনাকালের স্মৃতিচারণ করে তিনি বলেন, “যখন অনেক জায়গায় লাশ দাফনের জন্য স্বজনরাও এগিয়ে আসেননি, তখন তারেক রহমানের নেতৃত্বে আমরা সবার ঘরে ঘরে গিয়ে খোজ খবর নিয়েছি যথা সাধ্য চেষ্টা করেছি।”
তিনি আরও বলেন, বিএনপি কখনোই জনদুর্ভোগ সৃষ্টি করে শোডাউন বা মিছিলের রাজনীতিতে বিশ্বাস করে না। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য উল্লেখ করে তিনি বলেন, “তিনি মানবিক বাংলাদেশ গড়তে চান। আর মানবিক দেশ গড়তে হলে জনদুর্ভোগ সৃষ্টি করা যাবে না।”
ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে এস এম জাহাঙ্গীর হোসেন বলেন, “আল্লাহর অশেষ রহমত ও জনগণের ভোটে যদি আমরা সরকার গঠন করতে পারি, তাহলে তারেক রহমানের পরিকল্পনা অনুযায়ী ফ্যামিলি কার্ড, ফারমার্স কার্ড ও হেলথ কার্ড চালু করা হবে। পাশাপাশি ১৮ মাসে সারা দেশে দেড় কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা হবে।”
উত্তরখান থানা বিএনপির সভাপতি সুলতান মাহমুদ বকুলের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আনুষ্ঠানিক প্রচারণা ও গণসংযোগ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মো. মোস্তফা জামান, যুগ্ম আহ্বায়ক আখতার হোসেন, আফাজ উদ্দিন, সেচ্ছাসেবক দলের সাবেক কেন্দ্রীয় সহসভাপতি জামির হোসেন, মহানগর উত্তর সেচ্ছাসেবক দলের সহসভাপতি মোস্তফা কামাল হৃদয়, দক্ষিণখান থানা বিএনপির আহ্বায়ক হেলাল উদ্দিন তালুকদার, উত্তরা পূর্ব থানা বিএনপির সভাপতি মো. শাহ আলম, উত্তরা পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক মেসবাহ উদ্দিন খোকন, তুরাগ থানা বিএনপির আহ্বায়ক মো. আমান উদ্দিনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এ সময় ডিএনসিসির ৪৫ নম্বর ওয়ার্ড ও উত্তরখান থানা এলাকায় গণসংযোগ চলাকালে বয়োবৃদ্ধ নারী-পুরুষ, তরুণ-তরুণীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও সাড়া লক্ষ্য করা যায়।
সম্পাদক : মোহাম্মদ জিয়াউল হক, প্রকাশক : আব্দুল্লাহ আল মাহমুদ
Contact : +8801822288799 (WhatsApp), E-mail : muktomonnews@gmail.com, Office : 56, A.H Tower (4th Floor), Sector-3, Road-2, Azampur, Uttara, Dhaka-1230.
© All rights reserved by Weekly MUKTOMON - 2024-25