
ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, দায়িত্ব গ্রহণের প্রথম দিন থেকেই তারা বিদায়ের প্রস্তুতি নিয়ে রেখেছেন এবং একটি অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের জন্য প্রস্তুত আছেন।
বিকালে রাজধানীর বাসাবোতে ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহার মিলনায়তনে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ উপলক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সভার আয়োজন করে বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট ও খ্রিষ্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্ট।
ধর্ম উপদেষ্টা বলেন, দেশে ক্ষমতায় টিকে থাকার প্রবণতা দীর্ঘদিনের হলেও বর্তমান দায়িত্বপ্রাপ্তরা ব্যতিক্রম হতে চান। তিনি জানান, ইতোমধ্যে অনেক উপদেষ্টা তাদের কূটনৈতিক পাসপোর্ট জমা দিয়েছেন এবং দায়িত্ব হস্তান্তরের জন্য মানসিকভাবে প্রস্তুত রয়েছেন।
তিনি আরও বলেন, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন দেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হবে। গণভোটে ‘হ্যাঁ’ ভোট পাস হলে ভবিষ্যতে স্বৈরতন্ত্রের পুনরাবৃত্তি রোধ এবং ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা সহজ হবে বলে তিনি আশা প্রকাশ করেন। এ লক্ষ্যে তিনি ‘হ্যাঁ’ ভোটের পক্ষে জনমত গড়ে তোলার আহ্বান জানান।
সভায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ বলেন, ভোটের দিন ভোটাররা দুটি ব্যালট পাবেন—একটি সাদা ও একটি গোলাপি। সাদা ব্যালটে প্রার্থী নির্বাচন এবং গোলাপি ব্যালটে জনপ্রতিনিধিদের শাসন নির্দেশনার বিষয়ে মতামত দেওয়ার সুযোগ থাকবে। তিনিও গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানান।
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ঐকমত্য) মনির হায়দার বলেন, সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্য পূরণে গণভোট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি একটি মানবিক ও সুশৃঙ্খল রাষ্ট্র গঠনে ইতিবাচক ভোট দেওয়ার আহ্বান জানান।
বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান ভবেশ চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ধর্ম সচিব মোঃ কামাল উদ্দিন, ফাদার আলবার্ট টমাস রোজারিও, অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া এবং পিউস কস্তা।
সম্পাদক : মোহাম্মদ জিয়াউল হক, প্রকাশক : আব্দুল্লাহ আল মাহমুদ
Contact : +8801822288799 (WhatsApp), E-mail : muktomonnews@gmail.com, Office : 56, A.H Tower (4th Floor), Sector-3, Road-2, Azampur, Uttara, Dhaka-1230.
© All rights reserved by Weekly MUKTOMON - 2024-25