জেলা প্রতিনিধি, ফেনীঃ ফেনীতে ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। সোমবার রাতে জেলার দাগনভূঞা উপজেলার ফেনী-নোয়াখালী মহাসড়কের বেকের বাজার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি দেবু বৈষ্ণব নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলার বিরামপুর গ্রামের মনোরঞ্জন বৈষ্ণবের ছেলে। বাকি দুজনের পরিচয় এখনও জানা যায়নি।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, ফেনী থেকে নোয়াখালী যাওয়ার পথে একটি মোটরসাইকেল মহাসড়কের ওই এলাকায় একটি স'মিলের সামনে রাখা গাছের গুড়ির সঙ্গে ধাক্কার লাগে। এসময় মোটরসাইকেলের ৩ আরোহী সড়কে লুটিয়ে পড়লে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের চাপা দেয়। তাৎক্ষণিক আহতদের উদ্ধার করে ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেয়া হলে ডাক্তার তাদের মৃত্যু ঘোষণা করেন। নিহতদের লাশ ওই হাসপাতালে রয়েছে।
ফেনীর মহিপাল হাইওয়ে থানার ওসি হারুন অর রশিদ জানান, ট্রাক নিয়ে চালক পালিয়ে গেছে।
সম্পাদক : মোহাম্মদ জিয়াউল হক, প্রকাশক : আব্দুল্লাহ আল মাহমুদ
Contact : +8801822288799 (WhatsApp), E-mail : muktomonnews@gmail.com, Office : 56, A.H Tower (4th Floor), Sector-3, Road-2, Azampur, Uttara, Dhaka-1230.
© All rights reserved by Weekly MUKTOMON - 2024-25