জেলা প্রতিনিধি বগুড়াঃ বগুড়ায় বুলডোজারে আওয়ামী লীগের কার্যালয় গুঁড়িয়ে দিয়েছেন ছাত্র-জনতা। একই সঙ্গে জাতীয় পার্টি ও জাসদ কার্যালয়ে ভাঙচুর চালিয়ে আগুন দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। এদিন সন্ধ্যায় মিছিল নিয়ে বগুড়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ঢুকে শেখ হাসিনার নামফলক ভেঙে দেন বিক্ষুব্ধরা। রাত ৮টার দিকে শহরের টেম্পল রোডে থাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে ভাঙচুর চালিয়ে আগুন দেন তারা।
এরপর জেলা জাসদ কার্যালয় ও বগুড়ার ঐতিহ্যবাহী টাউন ক্লাব, আওয়ামী লীগ নেতা সুলতান মাহমুদ খাঁন রনির কার্যালয় গুঁড়িয়ে দেওয়া হয়। একই সময় থানা রোডে জেলা জাতীয় পার্টির কার্যালয়ে ভাঙচুর ও আগুন দেন বিক্ষুব্ধরা।
সম্পাদক : মোহাম্মদ জিয়াউল হক, প্রকাশক : আব্দুল্লাহ আল মাহমুদ
Contact : +8801822288799 (WhatsApp), E-mail : muktomonnews@gmail.com, Office : 56, A.H Tower (4th Floor), Sector-3, Road-2, Azampur, Uttara, Dhaka-1230.
© All rights reserved by Weekly MUKTOMON - 2024-25