উপজেলা প্রতিনিধি, মির্জাপুর (টাঙ্গাইল) টাঙ্গাইলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সজিব মিয়া নামে এক পোশাকশ্রমিক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও এক যুবক।
বৃহস্পতিবার রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের করাতিপাড়া বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ২৮ বছর বয়সী সজিব কালিহাতি উপজেলার পালিমা গ্রামের চুন্নু প্রামাণিকের ছেলে। আহতের নাম ফারুক হোসেন। গাজীপুরে একটি পোশাক কারখানায় কাজ করতেন তারা।
মির্জাপুর হাইওয়ে থানার ওসি মাসুদ খান বলেন, কাজ শেষে রাত ১২টার দিকে ফারুককে নিয়ে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন সজিব। করাতিপাড়া বাইপাস এলাকায় পৌঁছালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। আহত ফারুককে হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক : মোহাম্মদ জিয়াউল হক, প্রকাশক : আব্দুল্লাহ আল মাহমুদ
Contact : +8801822288799 (WhatsApp), E-mail : muktomonnews@gmail.com, Office : 56, A.H Tower (4th Floor), Sector-3, Road-2, Azampur, Uttara, Dhaka-1230.
© All rights reserved by Weekly MUKTOMON - 2024-25