মসিয়ার রহমান কাজল,বেনাপোল প্রতিনিধিঃ বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণে মাদক ও পণ্য সামগ্রী জব্দ হয়েছে।
যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর টহলদল ২৭ /২৮ মে দুদিন ব্যাপি অভিযান চালিয়ে রঘুনাথপুর ও বেনাপোল বিওপি এবং বেনাপোল আইসিপি ও আমড়াখালি শিকারপুর,রঘুনাথ পুর এবং চেকপোষ্টের সীমান্ত এলাকা থেকে৩০লক্ষ ৬৫ হাজার ২৪০টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন প্রকারের পন্য সামগ্রী জব্দ করেছে।
বিজিবি জানিয়েছেন জব্দ কৃত মালের মধ্যে রয়েছে বিদেশী মদ,ভারতীয় ফেন্সিডিল, শাড়ী, কম্বল, থ্রী-পিস, চোখ চকলেট, বিভিন্ন প্রকার চকলেট, জিরা, কিসমিস, ফুসকা, কাজু বাদাম, পান মসলা, বিভিন্ন প্রকার খাদ্য,কসমেটিক্স সামগ্রী আটক করা হয়েছে।
এরমধ্যে মঙ্গলবার ২৭ মে ২০২৫ তারিখে বিজিবি'র যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)টহলদল বেনাপোল ও শিকারপুর বিওপি এবং বেনাপোল আইসিপ’র সীমান্ত এলাকায় মাদকদ্রব্য ও চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে১৬,৫১,৪০০/-(ষোল লক্ষ একান্ন হাজার চারশত) টাকা।
পন্য সামগ্রী জব্দ করে, ও ২৮ মে ২০২৫ তারিখে বিজিবি'র যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর টহলদল রঘুনাথপুর ও বেনাপোল বিওপি এবং বেনাপোল আইসিপি ও আমড়াখালী চেকপোষ্টের সীমান্ত এলাকায় মাদকদ্রব্য ও চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ১৪,১৩,৮৪০/(চৌদ্দ লক্ষ তেরো হাজার আটশত চল্লিশ) টাকা জব্দ করে।
যশোর ব্যাটালিয়ন ৪৯বিজিবির অধিনায়ক লে.কর্নেলে সাইফুল্লাহ্ সিদ্দিকী নিশ্চিত করেছেন।
গত দু’দিনে৪৯বিজিবির অধিনস্থ্য উল্লেখিত সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে৩০লক্ষ ৬৫ হাজার ২৪০/-টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন প্রকারের পন্য সামগ্রী আটক করা হয়েছে।সীমান্তে বিজিবির আভিযানিককার্য ক্রম সব-সময়ই অব্যাহত থাকবে।
সম্পাদক : মোহাম্মদ জিয়াউল হক, প্রকাশক : আব্দুল্লাহ আল মাহমুদ
Contact : +8801822288799 (WhatsApp), E-mail : muktomonnews@gmail.com, Office : 56, A.H Tower (4th Floor), Sector-3, Road-2, Azampur, Uttara, Dhaka-1230.
© All rights reserved by Weekly MUKTOMON - 2024-25