বেনাপোল প্রতিনিধিঃ যশোরের বেনাপোল পোট থানার রঘুনাথ গ্রাম থেকে স্বামী /স্ত্রীর-লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৪ জুন) ভোরে পোর্ট থানার রঘুনাথপুর গ্রামের মধ্যে থেকে স্ত্রীর মরদেহ ও বাড়ির পাশে গাছে স্বামীর ঝুলন্ত মরদেহ পাওয়া যায়।
নিহতরা হলেন- ওই গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে মনিরুজ্জামান (৫২) ও তার স্ত্রী রেহানা খাতুন (৪৫)।এই দম্পত্তির এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
স্থানীয়দের ধারণা, পারিবারিক কলহের জেরে স্বামী তার স্ত্রীকে হত্যার পর নিজে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।তবে পারিবারিকভাবে দাবি করা হচ্ছে তাদের হত্যা করা হয়েছে।
বেনাপোলপোর্ট থানার দায়িত্বরত অফিসার রাশেদুল ইসলাম বলেন,স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে লাশ দুটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। ময়না তদন্তের জন্য যশোর ২৫০ শয্যা হাস পাতাল মর্গে পাঠানো হবে। ঘটনার সঠিক কোনও তথ্য এখনও উদঘাটন করা যায়নি। তদন্ত শুরু হয়েছে।তদন্ত শেষে ঘটনার সঠিক কারণ জানা যাবে।
সম্পাদক : মোহাম্মদ জিয়াউল হক, প্রকাশক : আব্দুল্লাহ আল মাহমুদ
Contact : +8801822288799 (WhatsApp), E-mail : muktomonnews@gmail.com, Office : 56, A.H Tower (4th Floor), Sector-3, Road-2, Azampur, Uttara, Dhaka-1230.
© All rights reserved by Weekly MUKTOMON - 2024-25