মসিয়ার রহমান কাজল,বেনাপোলঃ যশোরের ঝুমঝুমপুর এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে ১২টি র্স্বণের বারসহ এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার র্গাড বাংলাদেশ(বজিবি)।
সোমবার ১ জুন সকাল ৮টাদি কে যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবির একটি টহলদল অভিযান চালিয়ে এসব র্স্বণ উদ্ধার করে।
আটককৃত র্স্বণের ওজন ১.৩৯৭ কেজি এবং বাজারমূল্য প্রায় ২ কোটি ৩ লাখ ৫১ হাজার ৪৯৬ টাকা। আটক ব্যক্তির নাম লিটন রায় (৫০), পিতা মধুসূদন রায়, গ্রাম শাখারী বাজার, ডাকঘর ঢাকা সদর, থানা কতোয়ালী,জেলা ঢাকা।
বিজিবি সূত্র জানা গেছে,লিটন রায় তার জুতার সোলের মধ্যে কৌশলে র্স্বণের বারগুলো লুকিয়ে বহন করছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায়, র্স্বণগুলো ঢাকার শাখারী বাজার এলাকার চোরাকারবারী দের কাছ থেকে সংগ্রহ করে ভারতে পাচার এর জন্য যশোর হয়ে ঝিনাইদার দিকে যাচ্ছিল।
আটককৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে যশোর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
এ ব্যাপারে যশোর ব্যাটালিয়ন ৪৯বিজিবির অধিনায়ক লে.কর্ণেল সাইফুল্লাহ্ সিদ্দিকী নিশ্চিত করে বলেন র্দীঘদনি ধরে অস্ত্র,স্নর্ণ রূপা,মাদক,ডলার, রুপি হুন্ডিও চোচালানি মালামাল আটকের জন্য সীমান্ত এলাকায় বজিবিরি আভিযানিক কার্যক্রম জোরদার রয়েছে।
সম্পাদক : মোহাম্মদ জিয়াউল হক, প্রকাশক : আব্দুল্লাহ আল মাহমুদ
Contact : +8801822288799 (WhatsApp), E-mail : muktomonnews@gmail.com, Office : 56, A.H Tower (4th Floor), Sector-3, Road-2, Azampur, Uttara, Dhaka-1230.
© All rights reserved by Weekly MUKTOMON - 2024-25