মসিয়ার রহমান কাজল,বেনাপোলঃ যশোরের শার্শা সীমান্তে ৫ হাজার পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাবের একটি আভিযানিক দল।
মঙ্গলবার বিকেলে র্যাব সদস্যরা জানিয়েছেন, সোমবার রাতে’ যশোর জেলার শার্শা থানাধীন নাভারন বাজার, সাতক্ষীরা মোড়ের মজিদ মার্কেটে নবাব বিরিয়ানী হাউজের সামনে মহাসড়কে’ প্রাইভেটকার তল্লাশীকালে তাদেরকে ৪৯৫৫টি ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়েছে।
আটককৃতরা হলো নারায়গঞ্জ জেলার সদর থানার সারুলিয়া এলাকার ১৪নং ওয়ার্ড শিমরাইল গ্রামের জয়নাল আবেদীনের ছেলে আমজাদ হোসেন (৩৫), একই এলাকার নবাব সলিমুল্লাহ রোড ৩য় অংশের বাসিন্দা ইসমাইল মিঞার ছেলে আলী নেওয়াজ ভুইয়া (২৯) ও যশোর জেলার শার্শা থানার ধলদাহ গ্রামের মৃত জবেদ আলী মোল্লার ছেলে ফারুক হোসেন (৪৮)।
এ আটকের বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৬, সিপিসি- ৩, যশোর ক্যাম্পের কোম্পানী কমান্ডার রাসেল। তিনি জানিয়েছেন, উপস্থিত সাক্ষীদের সম্মুখে গ্রেফতারকৃত ১ নং আসামি আমজাদ হোসেন ও ২ নং আসামি আলী নেওয়াজ ভুইয়াদ্বয়ের দেখানো মতে এবং তাদের নিজ হাতে প্রাইভেটকারের মধ্য হতে ৪৯৫৫ পিস ইয়াবা ট্যাবলেট বের করে দেওয়ায় উদ্ধারপূর্বক জব্দ করা হয়।
পরে, জব্দকৃত আলামত ও আটককৃত প্রাইভেটকার এবং গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে যশোর জেলার শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক : মোহাম্মদ জিয়াউল হক, প্রকাশক : আব্দুল্লাহ আল মাহমুদ
Contact : +8801822288799 (WhatsApp), E-mail : muktomonnews@gmail.com, Office : 56, A.H Tower (4th Floor), Sector-3, Road-2, Azampur, Uttara, Dhaka-1230.
© All rights reserved by Weekly MUKTOMON - 2024-25