উপজেলা প্রতিনিধি, শিবচর (মাদারীপুর)মাদারীপুর জেলার শিবচরের কাদিরপুর ইউনিয়নে এক যুবকের গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার সকালে শিবচর উপজেলার কাদিরপুর ইউনিয়নের মজিবর খাঁর ইটভাটা সংলগ্ন ভুট্টাক্ষেতে থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে।
জানা গেছে, সকালে কাজ করতে যাওয়ার সময় ভুট্টাক্ষেতে লাশ দেখেন স্থানীয়রা। পরে খবর দিলে পুলিশ লাশটি উদ্ধার করে। লাশ দেখে তাকে শনাক্ত করে নিহতের স্বজনরা। নিহত মিজান পেশায় ভ্যানচালক ছিলেন। তার গ্রামের বাড়ি উমেদপুরের কাচিকাটায়। তার বাবার নাম লাভলু কাজী।
প্রত্যক্ষদর্শী জাকির বলেন "সকালে আমরা এদিক দিয়ে যাওয়ার সময় একটি গলা কাটা লাশ পড়ে থাকতে দেখি। পরে আমরা খবর দিলে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।”
মিজান কাজী শিবচর ফায়ার সার্ভিসের পাশে ভাড়া বাসায় থাকতো। বৃহস্পতিবার বিকালে বাসা থেকে বের হন। এরপর আর বাসায় ফিরেননি। তার মোবাইল ফোন কাঁঠালবাড়িতে পাওয়া যায়। সকালে তার গলা কাটা লাশ কাদিরপুর থেকে উদ্ধার করা হয়।
শিবচর থানার ওসি মো. রতন শেখ জানান, 'খবর পেয়ে আমাদের টিম লাশ উদ্ধার করেছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।'
সম্পাদক : মোহাম্মদ জিয়াউল হক, প্রকাশক : আব্দুল্লাহ আল মাহমুদ
Contact : +8801822288799 (WhatsApp), E-mail : muktomonnews@gmail.com, Office : 56, A.H Tower (4th Floor), Sector-3, Road-2, Azampur, Uttara, Dhaka-1230.
© All rights reserved by Weekly MUKTOMON - 2024-25