জেলা প্রতিনিধি শরীয়তপুরঃ শরীয়তপুর সদর হাসপাতালে সংবাদ প্রকাশের জেরে দৈনিক সমকাল, নিউজ২৪, বাংলা টিভি ও দেশ টিভির প্রতিনিধির ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এর মধ্যে সমকালের প্রতিনিধিকে ছুরিকাঘাত করা হয়। সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের প্রধান ফটকের সামনে এ হামলা হয়।
গুরুতর আহত অবস্থায় দৈনিক সমকালের শরীয়তপুর প্রতিনিধি সোহাগ খান সুজনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া নিউজ২৪ প্রতিনিধি বিধান মজুমদার, বাংলা টিভির প্রতিনিধি নয়ন দাস ও দেশ টিভির প্রতিনিধি সাইফুল ইসলাম আকাশ প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
হামলার কারণ ও বিস্তারিত
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত মঙ্গলবার শরীয়তপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার কাজী মোহাম্মদ ইলিয়াস এক রোগীর ব্যবস্থাপত্র ছুড়ে ফেলেন। এ ঘটনায় সংবাদ প্রকাশ করলে সাংবাদিকদের সঙ্গে ক্লিনিক ব্যবসায়ী নুরুজ্জামান শেখের বাকবিতণ্ডা হয়। এর জেরে সোমবার দুপুরে নুরুজ্জামান শেখ, তার ভাই শামীম শেখসহ ১০-১২ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে সোহাগ খান সুজনের ওপর হামলা চালায়। তাকে বাঁচাতে গেলে অপর তিন সাংবাদিকের ওপরও হামলা হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
ভুক্তভোগীদের বক্তব্য
দৈনিক সমকালের প্রতিনিধি সোহাগ খান সুজন বলেন, ‘সংবাদ প্রকাশের কারণে নুরুজ্জামান শেখ আমার ওপর ক্ষিপ্ত ছিল। আজ অফিসে যাওয়ার পথে ওঁৎ পেতে থাকা নুরুজ্জামান শেখ ও তার সহযোগীরা হামলা চালায়। আমি এই হামলার বিচার চাই।’
নিউজ২৪ প্রতিনিধি বিধান মজুমদার বলেন, ‘জেলা প্রশাসক কার্যালয়ের সামনে দেখি ১০-১২ জন সন্ত্রাসী সুজনের ওপর হামলা চালাচ্ছে। আমরা বাঁচাতে গেলে আমাদেরও মারধর করা হয়। এই হামলার তীব্র নিন্দা জানাই।’
প্রশাসনের প্রতিক্রিয়া
শরীয়তপুর প্রেসক্লাবের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও আরটিভির প্রতিনিধি আবুল হোসেন বলেন, ‘সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় আমরা আইনি ব্যবস্থা নেব।’
শরীয়তপুর সদরের পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন বলেন, ‘হামলার ঘটনা শুনে আমরা হাসপাতালে গিয়েছিলাম। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক : মোহাম্মদ জিয়াউল হক, প্রকাশক : আব্দুল্লাহ আল মাহমুদ
Contact : +8801822288799 (WhatsApp), E-mail : muktomonnews@gmail.com, Office : 56, A.H Tower (4th Floor), Sector-3, Road-2, Azampur, Uttara, Dhaka-1230.
© All rights reserved by Weekly MUKTOMON - 2024-25