মসিয়ার রহমান কাজল,বেনাপোলঃ ঢাকার সাভার’ প্রাণী সম্পদ ও গবেষনা-উন্নয়ন কেন্দ্রের জন্য ভারত থেকে আমদানি করা হয়েছে ৯৫টি উন্নত জাতের মহিষ।
এরমধ্যে দুধ উৎপাদনের জন্য ৫৫ টি বড় মহিষ এবং প্রজননের জন্য ৪০ টি বাছুর রয়েছে। মঙ্গলবার (০৩ জুন) বিকাল সাড়ে ৪ টার সময় ভারতের পেট্রাপোল বন্দর দিয়ে মহিষগুলো বেনাপোল স্থলবন্দরে প্রবেশ করে।
জানা যায়, বাংলাদেশ সরকার’ মহিষগুলো সাভার প্রাণী সম্পদ ও গবেষনা-উন্নয়ন কেন্দ্রের জন্য ভঅরত থেকে আমদানি করেছে।
সহযোগীতা করেছে তামীম কর্পোরেশন নামের একটি ঠিকাদার প্রতিষ্ঠান। যার আমদানি মূল্য ঘোষণা দেওয়া হয়েছে ১ লাখ ৯ হাজার ৯৫০ মার্কিন ডলার।
বেনাপোল কাস্টম, বন্দর ও প্রানি সম্পদ অফিসের কার্যক্রম শেষে শুল্কমুক্ত সুবিধায় মহিষের এ চালানে ছাড় কার্য সম্পাদন করেছে তৃৃষা এন্টার প্রাইজ নামের একটি সিএন্ডএফ এজেন্ট। পরে ঢাকার সাভার প্রাণী সম্পদ গবেষনা কেন্দ্রের উদ্দেশে নেওয়া হয়েছে।
শার্শা উপজেলা প্রানি সম্পদ কর্মকর্তা তপু কুমার সাহা জানান, ভারত থেকে মহিষগুলো বেনাপোল স্থলবন্দরে প্রবেশের পর স্বাস্থ্য পরীক্ষা শেষে খালাসের অনুুমতি দেওয়া হয়েছে।
সম্পাদক : মোহাম্মদ জিয়াউল হক, প্রকাশক : আব্দুল্লাহ আল মাহমুদ
Contact : +8801822288799 (WhatsApp), E-mail : muktomonnews@gmail.com, Office : 56, A.H Tower (4th Floor), Sector-3, Road-2, Azampur, Uttara, Dhaka-1230.
© All rights reserved by Weekly MUKTOMON - 2024-25