জেলা প্রতিনিধি, সুনামগঞ্জঃ সুনামগঞ্জের বিশ্বম্ভপুরে আব্দুল জলিল ওরফে ফালন হত্যা মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
সোমবার দুপুরে এ রায় ঘোষণা করেন অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক তেহসিন ইফতেখার।
দণ্ডিতরা হলেন- উপজেলার পলাশ গ্রামের জিন্নাত আলীর ছেলে ফজল আলী, নূর মোহাম্মদের ছেলে মো. আজিজুল হক ভুদু ও দীঘলবাগ গ্রামের চাঁন মিয়ার ছেলে আলমগীর।
আদালতের এপিপি শেরেনূর আলী বলেন, উপজেলার পলাশ বাজারে একটি মিষ্টির দোকানে কাজ করতেন জলিল। ২০১৬ সালের ৪ নভেম্বর এলাকার একটি পুকুর থেকে তার রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ। ঘটনাটি পরিকল্পিত হত্যাকাণ্ড হিসেবে সন্দেহভাজন ফজর আলীসহ কয়েকজনের বিরুদ্ধে থানায় মামলা করেন নিহতের মা হাজেরা খাতুন। এরপর ফজর আলীকে গ্রেফতার করা হয়।
পুলিশের জিজ্ঞাসাবাদে তিনি দোষ স্বীকার করেন। মদ খাওয়া নিয়ে বিরোধের জেরে বন্ধুরা মিলে জলিলকে হত্যার পর লাশ পুকুরে ফেলে দেওয়া হয় বলে জানান তিনি। তদন্ত শেষে দণ্ডিতদের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ।
সাক্ষ্যপ্রমাণ ও দীর্ঘ শুনানি শেষে সোমবার তাদের প্রত্যেককে যাবজ্জীবন কারাদণ্ড দেন বিচারক। একই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
সম্পাদক : মোহাম্মদ জিয়াউল হক, প্রকাশক : আব্দুল্লাহ আল মাহমুদ
Contact : +8801822288799 (WhatsApp), E-mail : muktomonnews@gmail.com, Office : 56, A.H Tower (4th Floor), Sector-3, Road-2, Azampur, Uttara, Dhaka-1230.
© All rights reserved by Weekly MUKTOMON - 2024-25