স্টাফ রিপোর্টারঃ হজ ও ওমরাহ যাত্রীদের টিকেটের দাম কমিয়ে ভাড়া সমন্বয় করার জন্য দাবি জানিয়েছে বাংলাদেশ হজ-ওমরাহ মুয়াল্লিম ফাউন্ডেশন। তারা একই সঙ্গে টিকেট কারসাজির সঙ্গে জড়িত সিন্ডিকেটদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য সরকারের প্রতি অনুরোধ জানান।
মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত হজ ওমরাহ যাত্রীদের বিমান টিকেট সিন্ডিকেট ও মানোন্নয়ন নিয়ে এক আলোচনা সভায় বক্তারা এ দাবি জানান।
মারকাজুত তাহফিজ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়েখ নেছার আহমাদ আন-নাছিরী প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের উদ্বোধন করেন হেফাজত ইসলামের আমির মাওলানা আহমদ আলী কাসেমী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- গণঅধিকার পরিষদের সভাপতি ভিপি নুরুল হক নুর। মুফতি ইলিয়াছুর রহমান জিহাদী, মাওলানা রুহুল আমিন সাদী, মাওলানা খন্দকার মাহবুবুর হক প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে শায়েখ নেছার আহমাদ আন-নাছিরী বলেন, আগে ৫০/৬০ হাজার টাকা বিমানের ভাড়া ছিল এখন তা বেড়ে হয়েছে ১ লাখ ২০ হাজার টাকা। হাজীরা অল্লাহর মেহমান কিন্তু তাদের সাথে অবিচার করা হচ্ছে। আমরা চাই প্রকৃত দোষী ব্যক্তিদের আইনের আওতায় এনে শাস্তির বিধান করা হউক।
সম্পাদক : মোহাম্মদ জিয়াউল হক, প্রকাশক : আব্দুল্লাহ আল মাহমুদ
Contact : +8801822288799 (WhatsApp), E-mail : muktomonnews@gmail.com, Office : 56, A.H Tower (4th Floor), Sector-3, Road-2, Azampur, Uttara, Dhaka-1230.
© All rights reserved by Weekly MUKTOMON - 2024-25