ফেনী প্রতিনিধি : ফেনীর দাগনভূঞা উপজেলার হাসানগনিপুর স্পোর্টিং এন্ড সোশ্যাল ক্লাবের নতুন কমিটি গঠিত হয়েছে। ১৮ জুলাই (শুক্রবার) বিকেলে হাসানগনিপুরে সংগঠনের কার্যালয়ে নতুন কমিটি ঘোষণা করা হয়।
নতুন কমিটিতে সভাপতি করা হয়েছে আবু বক্কর সিদ্দিক জিহাদ, সাধারণ সম্পাদক আবু সায়েদ জাবেদ ও কোষাধ্যক্ষ নুর হোসেন রাজু। ৬২ সদস্যের কার্যকরি কমিটি ছাড়াও ৪৭ সদস্যের (প্রবাসীসহ) উপদেষ্টা কমিটি গঠন করা হয়।
এ উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন সাংবাদিক ও এডভোকেট শহীদুল আলম ইমরান, যুবদল নেতা সাখাওয়াত হোসেন মামুন, সমাজসেবক নিজাম উদ্দিন। প্রবাসী ওমর ফারুকের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন আলেম প্রতিনিধি মোশারফ হোসেন, শাহ আলম, সহিদুল ইসলাম শিমুল, ইকবাল হোসেন ও নুর হোসেন রাজু।
সভায় দূর্যোগসহ বিভিন্ন সময়ে মানুষের পাশে দাঁড়ানোয় সংগঠনের প্রশংসা করেন বক্তারা।
সম্পাদক : মোহাম্মদ জিয়াউল হক, প্রকাশক : আব্দুল্লাহ আল মাহমুদ
Contact : +8801822288799 (WhatsApp), E-mail : muktomonnews@gmail.com, Office : 56, A.H Tower (4th Floor), Sector-3, Road-2, Azampur, Uttara, Dhaka-1230.
© All rights reserved by Weekly MUKTOMON - 2024-25