জেলা প্রতিনিধি, ফেনীঃ ফেনীতে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষে ২০ নেতাকর্মী আহত হয়েছে। মঙ্গলবার বিকেলে জেলার দাগনভূঞা উপজেলার ইয়াকুবপুর ইউনিয়নের দক্ষিণ করিমপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
জানা গেছে, স্থানীয় উপজেলা বিএনপির আহ্বায়ক আকবর হোসেনের নেতৃত্বে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ওই এলাকার অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। দলীয় কোন্দলের কারণে অপর একটি পক্ষের সঙ্গে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
দাগনভূঞা থানা ওসি মো. লুৎফুর রহমান জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
সম্পাদক : মোহাম্মদ জিয়াউল হক, প্রকাশক : আব্দুল্লাহ আল মাহমুদ
Contact : +8801822288799 (WhatsApp), E-mail : muktomonnews@gmail.com, Office : 56, A.H Tower (4th Floor), Sector-3, Road-2, Azampur, Uttara, Dhaka-1230.
© All rights reserved by Weekly MUKTOMON - 2024-25