প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৫, ২০২৫, ১:২৯ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৭, ২০২৫, ১:১৯ এ.এম
উত্তরণ হাউজিংয়ের গাছে ঝুলছিল যুবকের ঝুলন্ত মরদেহ
নিজস্ব প্রতিবেদক, ঢাকা:
রাজধানীর তুরাগের উত্তরণ হাউজিংয়ের ভেতরে থাকা একটি গাছের মধ্যে ঝুলছিল আলম মিয়া (২৬) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ। তিনি মানসিক চাপের কারণে আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ।
ধউর সংলগ্ন উত্তরণ হাউজের ভেতরের ফাঁকা জায়গা থেকে মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকালে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এসময় আশেপাশের বহু মানুষ ঘটনাস্থলে ভীড় জমান।
মৃত ওই যুবক হলেন, রাজধানীর তুরাগের ধউর আশুটিয়া গ্রামের আবুল হোসেনের ছেলে। বর্তমানে তিনি ওই এলাকায় স্ত্রী সন্তান নিয়ে বসবাস করতেন।
এ বিষয়ে ডিএমপি'র তুরাগ থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) মঙ্গলবার বিকেলে বলেন, 'উত্তরণ হাউজিং এর ভেতরের একটি গাছে যুবকের মরদেহ ঝুলছে, আশেপাশের লোকজনের দেওয়া এমন তথ্যের ভিত্তিতে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। পরবর্তীতে মরদেহের সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।'
তিনি বলেন, 'এ ঘটনায় নিহতের ছোট ভাই সজল মিয়া বাদী হয়ে একটি অপমৃত্যু মামলা করেন।'
হত্যা নাকি আত্মহত্যা, এমন প্রশ্নের জবাবে এসআই কামরুল হাসান বলেন, 'ধউরের আশুটিয়া গ্রামে আলম মিয়া স্ত্রী ও এক সন্তান নিয়ে বসবাস করতেন। পারিবারিক কারণে মানসিক চাপে ছিলেন তিনি। পরে মানসিক সমস্যার কারণে তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।'
সম্পাদক : মোহাম্মদ জিয়াউল হক, প্রকাশক : আব্দুল্লাহ আল মাহমুদ
Contact : +8801822288799 (WhatsApp), E-mail : muktomonnews@gmail.com, Office : 56, A.H Tower (4th Floor), Sector-3, Road-2, Azampur, Uttara, Dhaka-1230.
© All rights reserved by Weekly MUKTOMON - 2024-25