প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৫, ২০২৫, ৩:৩৫ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৭, ২০২৫, ১:২৬ এ.এম
উত্তরায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত কিশোরের মৃত্যু

নিজস্ব প্রতিবেদ, ঢাকাঃ
রাজধানীর উত্তরায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক কিশোরের মৃত্যু হয়েছে। তার মরদেহ কয়েক টুকরো হয়ে গেছে।
উত্তরার আজমপুর রেলগেট সংলগ্ন এলাকায় ঢাকা মুখী একটি ট্রেনে কাটা পড়ে মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। তবে কোন ট্রেনে কাটা পড়ে এ ঘটনা ঘটেছে তা জানা যায় নি।
সরেজমিনে, রাত ৮টার দিকে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, উৎসুক জনতা ট্রেনে কাটা লাশটি দেখতে ভীড় জমিয়েছেন। নিহতের গলা থেকে মাথা ও এক হাতের কব্জি আলাদা হয়ে গেছে। মাথার খুলি ভেঙ্গে মগজ বের হয়ে আদালা জায়গায় পড়ে রয়েছে। হাতের তালুর অংশও পৃথক হয়ে রেল লাইনের সঙ্গে লেগে রয়েছে। শরীরের বিভিন্ন স্থানেও আঘাতের চিহ্ন রয়েছে।
ঘটনার সময় পাশ দিয়ে হেটে আজমপুর রেলগেট থেকে আব্দুল্লাহপুরের দিকে যাচ্ছিলেন মো. আদিল ও তার দুই বন্ধু। আদিল বলেন, 'রেললাইন ধরে পায়ে হেটে আমরা যাওয়ার সময় দেখি, বিপরীত পাশের রেললাইনে কি যেন পড়ে আছে। পরে লাইট জ্বালিয়ে দেখি, এক কিশোরের লাশ পড়ে আছে। তার মাথা শরীরে থেকে আলাদা হয়ে খুলি ভেঙ্গে মগজ আলাদা হয়ে রয়েছে।'
তিনি বলেন, 'পরে জাতীয় জরুরী সেবা ৯৯৯ এ কল দিয়ে রেলওয়ে পুলিশ এসে লাশটির উদ্ধার কার্যক্রম শুরু করে।'
এদিকে ঘটনাস্থলে থানা বিমানবন্দর রেলওয়ে পুলিশ ফাঁড়ির কনস্টেবল মো. রুবেল বলেন, 'লাশটি উদ্ধার করে কমলাপুর রেলওয়ে থানায় নিয়ে যাওয়া হবে। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।'
অপরদিকে রেলওয়ে পুলিশের বিমানবন্দর ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী বলেন, 'ঢাকাগামী একটি ট্রেনের ছাদ থেকে পড়ে অজ্ঞত ওই কিশোরটি মারা গেছে। ধারণা করা হচ্ছে, সে টোকাই। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।'
সম্পাদক : মোহাম্মদ জিয়াউল হক, প্রকাশক : আব্দুল্লাহ আল মাহমুদ
Contact : +8801822288799 (WhatsApp), E-mail : muktomonnews@gmail.com, Office : 56, A.H Tower (4th Floor), Sector-3, Road-2, Azampur, Uttara, Dhaka-1230.
© All rights reserved by Weekly MUKTOMON - 2024-25