
মুক্তমন রিপোর্ট:রাজধানীর উত্তরায় নিরাপত্তা প্রতিষ্ঠান এলিট ফোর্সে কর্মরত এক নিরাপত্তারক্ষীকে মারধর করে তাঁর কাছে থাকা লাইসেন্সপ্রাপ্ত শটগান ছিনিয়ে নিয়ে পালিয়েছে দুর্বৃত্তরা। একই ঘটনায় আরও একজনকে অপহরণ করে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ভুক্তভোগীর নাম মাহবুব (৫৬)। তিনি এলিট ফোর্সে সিকিউরিটি গার্ড হিসেবে কর্মরত। শুক্রবার (১৬ জানুয়ারি) রাত আনুমানিক পৌনে ৮টার দিকে ডিউটি শেষ করে বাসায় ফেরার পথে উত্তরা ১৪ নম্বর সেক্টরের ১২ নম্বর রোড এলাকায় এ ঘটনা ঘটে।
উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মো. রফিক আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, একটি গাড়িযোগে আসা কয়েকজন দুর্বৃত্ত মাহবুবের পথরোধ করে তাঁকে ব্যাপক মারধর করে। এক পর্যায়ে তাঁর কাছে থাকা লাইসেন্সপ্রাপ্ত শটগানটি ছিনিয়ে নিয়ে তারা দ্রুত পালিয়ে যায়। এ সময় দুর্বৃত্তরা আরও একজন ব্যক্তিকে জোরপূর্বক গাড়িতে তুলে নিয়ে যায়। তবে অপহৃত ওই ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি।
মারধরের সময় মাহবুবের মাথা ও মুখমণ্ডলে গুরুতর আঘাত করা হয়। এতে তিনি অচেতন হয়ে পড়েন। পরে তাঁকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয় এবং রাত আনুমানিক ১২টার দিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, তিনি গুরুতর আহত এবং ঠিকভাবে কথা বলতে পারছেন না।
পুলিশ জানায়, ঘটনার সঙ্গে জড়িত দুর্বৃত্তদের শনাক্ত করতে ঘটনাস্থলের আশপাশের সব সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে। রাতের অন্ধকারের কারণে প্রতিটি ক্যামেরার ফুটেজ সতর্কতার সঙ্গে পরীক্ষা করা হচ্ছে। পাশাপাশি, আদৌ কেউ অপহৃত হয়েছে কি না এবং অপহরণের অভিযোগের সত্যতা যাচাই করা হচ্ছে।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সম্পাদক : মোহাম্মদ জিয়াউল হক, প্রকাশক : আব্দুল্লাহ আল মাহমুদ
Contact : +8801822288799 (WhatsApp), E-mail : muktomonnews@gmail.com, Office : 56, A.H Tower (4th Floor), Sector-3, Road-2, Azampur, Uttara, Dhaka-1230.
© All rights reserved by Weekly MUKTOMON - 2024-25