মুক্তমন রিপোর্ট : ছুটির দিনের সকালে রাজধানীর উত্তরায় একটি বাসায় আগুন লেগে তিনজনের মৃত্যুর কথা জানিয়েছে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, শুক্রবার সকাল ৭টা ৫০ মিনিটে উত্তরা ১১ নম্বর সেক্টরের রোড ১৮, বাড়ী নং ৩৪ ওই ছয় তলা ভবনের দ্বিতীয় তলায় আগুন লাগার খবর পান তারা।
ফায়ার সার্ভিসের দুটি ইউনিট সেখানে গিয়ে ৮টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। সকাল ১০টার দিকে আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয়।
তালহা বলেন, ঘটনাস্থলে তিনজন নিহত হয়েছেন। ১৩ জনকে উদ্ধার করে কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠিয়েছে ফায়ার সার্ভিস।
উত্তরা পশ্চিম থানার ওসি রফিক আহমেদ বলেন, “ভবনের দোতলা থেকে আগুনের সূত্রপাত হয়। যে তিনজন মারা গেছেন, তারা একই পরিবারের। দুইজন নারী, একজন পুরুষ।”
স্থানীয়রা জানিয়েছে, নিহত ১ জন হলো উত্তরা ১১ নং সেক্টরের ফল ব্যবসায়ী হারিজ আহমেদ এর ছেলে। তাছাড়া হাসপাতালে নেয়া গুরুতর আহত আরো ৫ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে হাসাপাতাল কর্তৃপক্ষ।
সম্পাদক : মোহাম্মদ জিয়াউল হক, প্রকাশক : আব্দুল্লাহ আল মাহমুদ
Contact : +8801822288799 (WhatsApp), E-mail : muktomonnews@gmail.com, Office : 56, A.H Tower (4th Floor), Sector-3, Road-2, Azampur, Uttara, Dhaka-1230.
© All rights reserved by Weekly MUKTOMON - 2024-25