ঢাকা, উত্তরা: উত্তরা ১৪ নম্বর সেক্টরের আহালিয়া মাঠ সংলগ্ন একটি অটোরিকশা গ্যারেজের মালিকের কাছ থেকে ১০ লক্ষ টাকা চাঁদা দাবি করেছে একটি সন্ত্রাসী চক্র। চাঁদা না দেওয়ায় নির্জর (৩৮) নামক ব্যক্তির নেতৃত্বে ২০-২৫ জনের একটি দল ধারালো অস্ত্র, চাপাতি ও লাঠিসোটা নিয়ে গ্যারেজে হামলা চালায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা প্রথমে গ্যারেজ মালিক মিজান সাহেবের ছেলে মাহাদীকে মারধর করে, পরে ম্যানেজার রাশেদকে আঘাত করে মারাত্মকভাবে জখম করে। হামলার সময় গ্যারেজ ভাঙচুর করা হয় এবং মালিকের মোটরসাইকেলও ক্ষতিগ্রস্ত করা হয়। ঘটনার পর মোটরসাইকেলটি আটকে রাখা হলেও পরে পুলিশের হস্তক্ষেপে সেটি ফেরত দেওয়া হয়।
আহত ম্যানেজার রাশেদ বর্তমানে কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন। গ্যারেজ মালিক উত্তরা পশ্চিম থানায় অভিযোগ করতে গেলে অভিযোগ গ্রহণে পুলিশ অনীহা প্রকাশ করে বলে জানা গেছে।
ভুক্তভোগী মালিক প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
সম্পাদক : মোহাম্মদ জিয়াউল হক, প্রকাশক : আব্দুল্লাহ আল মাহমুদ
Contact : +8801822288799 (WhatsApp), E-mail : muktomonnews@gmail.com, Office : 56, A.H Tower (4th Floor), Sector-3, Road-2, Azampur, Uttara, Dhaka-1230.
© All rights reserved by Weekly MUKTOMON - 2024-25