মুক্তমন রিপোর্ট : জাগরণ সেন্টার ফর ডেভেলপমেন্টের সহযোগিতায় জাগরণ শিক্ষা ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত বার্ষিক বৃত্তি পরীক্ষা ২০২৫-এর ঢাকা পর্ব শুক্রবার সফলভাবে সম্পন্ন হয়েছে। রাজধানীর উত্তরা গার্লস হাই স্কুল এন্ড কলেজে সকাল ১০টায় ঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেন।
সূত্রে জানা যায়, ঢাকা পর্বে তৃতীয় শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ৪০০-এরও বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। নির্বাহী পরিষদের সদস্য রাকিব হাসান জানান, পরীক্ষাটি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে এবং ভবিষ্যতে আরও বড় পরিসরে এর আয়োজন করার পরিকল্পনা রয়েছে।
পুরান ঢাকা থেকে আসা এক শিক্ষার্থীর বাবা এস আই এহসান উল্লাহ সরকার জানান, তাঁর ছেলে মোঃ মুজাহিদুল ইসলাম সিয়াম ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী হিসেবে পরীক্ষায় অংশগ্রহণ করেছে। তিনি আশা প্রকাশ করেন, জাগরণ শিক্ষা ফাউন্ডেশন এই কার্যক্রম প্রতিবছর অব্যাহত রাখবে।
দক্ষিণখান থেকে আসা মোহাম্মদ জাকির হোসেন বলেন, তাঁর মেয়ে জান্নাতুল ফেরদৌস দিবা সপ্তম শ্রেণির শিক্ষার্থী হিসেবে অংশ নিয়েছে। তিনি ফাউন্ডেশনের উদ্যোগকে স্বাগত জানিয়ে সার্বিক মঙ্গল কামনা করেন।
আয়োজকরা জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দেশের বিভিন্ন জেলায় পরীক্ষা গ্রহণ করা হয়েছে। এর আগে সিরাজগঞ্জে ৮শ’ এবং পঞ্চগড়ে রেকর্ড সংখ্যক ৩,০০০ শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছিল।
বৃত্তি পরীক্ষার প্রধান নিয়ন্ত্রক মোঃ জাকির হোসেন জানান, ২০১৭ সাল থেকে ফাউন্ডেশন বৃত্তি প্রদান করে আসছে এবং ২০২৫ সালে ধারাবাহিকভাবে কার্যক্রম চলমান রয়েছে। এ বছরের বৃত্তি কার্যক্রম আগামী ২৫শে ডিসেম্বর অনলাইন পরীক্ষার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শেষ হবে। পরীক্ষার চূড়ান্ত ফলাফল আগামী ২০২৬ সালের ১৫ জানুয়ারির মধ্যে প্রকাশ করা হবে।
সম্পাদক : মোহাম্মদ জিয়াউল হক, প্রকাশক : আব্দুল্লাহ আল মাহমুদ
Contact : +8801822288799 (WhatsApp), E-mail : muktomonnews@gmail.com, Office : 56, A.H Tower (4th Floor), Sector-3, Road-2, Azampur, Uttara, Dhaka-1230.
© All rights reserved by Weekly MUKTOMON - 2024-25