
গাজীপুরের টঙ্গীতে দিনে-দুপুরে এক বিকাশ কর্মীকে গুলি করে প্রায় ১৫ লাখ টাকা লুটের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাব। শনিবার (৩১ জানুয়ারি) র্যাব-১ এর মিডিয়া অফিসার মো. রাকিব হাসান, পিপিএম-সেবা বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেপ্তারকৃতরা হলেন— টঙ্গীর আনারকলি এলাকার মৃত রইছ মিয়ার ছেলে রাজিব হাসান লিটন (৩৮), দক্ষিণ আরিচপুর এলাকার মৃত হারুন অর রশিদের ছেলে মো. শহিদুল ইসলাম (৪৪) এবং মধুমিতা রোড এলাকার সুরেশ চন্দ্র শীলের ছেলে সঞ্জয় চন্দ্র শীল (৩৬)।
র্যাব সূত্রে জানা যায়, গত বছরের ১৩ আগস্ট বিকেলে টঙ্গীর মধুমিতা রোড এলাকায় বিকাশের দুই কর্মী আরিফুর রহমান ও মো. আজাদ-কে লক্ষ্য করে গুলি চালায় দুর্বৃত্তরা। এ সময় তাদের কাছ থেকে ১৪ লাখ ৭৭ হাজার টাকা লুট করে নেওয়া হয়।
এ ঘটনায় ভুক্তভোগী মাইনুল ইসলাম বাদী হয়ে টঙ্গী পূর্ব থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পর র্যাব ছায়া তদন্ত শুরু করে এবং প্রযুক্তির সহায়তায় অভিযুক্তদের শনাক্ত করে গ্রেপ্তার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা ডাকাতির ঘটনায় নিজেদের জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানায় র্যাব। ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, সে বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে।
সম্পাদক : মোহাম্মদ জিয়াউল হক, প্রকাশক : আব্দুল্লাহ আল মাহমুদ
Contact : +8801822288799 (WhatsApp), E-mail : muktomonnews@gmail.com, Office : 56, A.H Tower (4th Floor), Sector-3, Road-2, Azampur, Uttara, Dhaka-1230.
© All rights reserved by Weekly MUKTOMON - 2024-25