রাজধানীর উত্তরা এলাকায় রাজউক উত্তরা মডেল কলেজের সামনে শিক্ষার্থীদের ট্রান্সফার সার্টিফিকেট (টিসি) নয়, প্রমোশনের দাবিতে মানববন্ধন করেছেন একদল অভিভাবক।
সোমবার (১২ জানুয়ারি) সকাল ১১টার দিকে উত্তরা ৬ নম্বর সেক্টরের কলেজটির মূল ফটকের সামনে অভিভাবকেরা জড়ো হতে শুরু করেন। পরে দুপুর ১টা থেকে দেড়টা পর্যন্ত প্রায় ৩০–৩৫ জন অভিভাবক মানববন্ধনে অংশ নেন। মানববন্ধনটি “নট টিসি, ওয়ান্ট প্রমোশন” ব্যানারে আয়োজন করা হয়।
মানববন্ধনে অংশ নেওয়া অভিভাবকদের অভিযোগ, কলেজটির ষষ্ঠ থেকে নবম শ্রেণির যেসব শিক্ষার্থী একটি বিষয়ে ৩৩ থেকে ৩৯ নম্বর পেয়ে অকৃতকার্য হয়েছে, তাদের একই শ্রেণিতে বহাল রাখা হয়েছে। অথচ একই নম্বর পেয়ে একাধিক বিষয়ে অকৃতকার্য হওয়া শিক্ষার্থীদের অন্য শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি হতে ট্রান্সফার সার্টিফিকেট নেওয়ার নোটিশ দেওয়া হয়েছে।
তারা এই সিদ্ধান্তকে বৈষম্যমূলক ও অযৌক্তিক উল্লেখ করে অবিলম্বে তা প্রত্যাহারের দাবি জানান। মানববন্ধনে বহন করা ব্যানারগুলোতে লেখা ছিল— “অন্যায় সিদ্ধান্ত মানি না,” “একটি বছর মানে একটি জীবন,” “কোমলমতি শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে কোনো আপস নয়,” “মেধাবী ও অমেধাবী—সকল শিক্ষার্থীকে নিয়েই এগিয়ে যেতে হবে” এবং “শিক্ষার্থীদের অকৃতকার্যের দায় রাজউক কলেজ কর্তৃপক্ষকেই নিতে হবে।”
মানববন্ধনে অংশ নেওয়া এক অভিভাবক বলেন, “আমরা অন্যায়ভাবে টিসি দেওয়ার সিদ্ধান্ত মানি না। প্রধান উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা এবং অধ্যক্ষের প্রতি আমাদের অনুরোধ—দয়া করে শত শত শিক্ষার্থীকে জোর করে বের করে দিয়ে তাদের জীবন ধ্বংস করবেন না।”
আরেক অভিভাবক বলেন, “শিক্ষাসচিব, শিক্ষা উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার কাছে আমাদের আহ্বান—আমাদের ন্যায্য দাবি মেনে নেওয়া হোক।”
মানববন্ধন চলাকালে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন ছিল।
সম্পাদক : মোহাম্মদ জিয়াউল হক, প্রকাশক : আব্দুল্লাহ আল মাহমুদ
Contact : +8801822288799 (WhatsApp), E-mail : muktomonnews@gmail.com, Office : 56, A.H Tower (4th Floor), Sector-3, Road-2, Azampur, Uttara, Dhaka-1230.
© All rights reserved by Weekly MUKTOMON - 2024-25