খিলক্ষেত থেকে সংবাদদাতা : রাজধানীর নিকুঞ্জ-২ এর জামতলার নিজ বাসা থেকে মঙ্গলবার দিবাগত রাত ১২টায় খিলক্ষেত থানা পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে আবুল খায়ের নামে এক ব্যক্তিকে আটক করেছে। আটককৃত আবুল খায়ের 'পিলার খায়ের' নামেই পরিচিত এবং তিনি খিলক্ষেত থানা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, ঈদ উপলক্ষে আবুল খায়ের নিজ বাসায় অবস্থান করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে খিলক্ষেত থানা পুলিশ রাত ১১টার দিকে তার বাসা ঘিরে ফেলে। কিছু সময় ক্ষেপণ হলেও রাত ১২টার দিকে তাকে আটক করতে সক্ষম হয় পুলিশ।
খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, প্রাথমিকভাবে থানায় দায়েরকৃত একটি মামলার পরিপ্রেক্ষিতে তাকে আটক করা হয়। তবে তার বিরুদ্ধে আরও কোনো মামলা আছে কিনা, সে বিষয়ে তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে বলে তিনি উল্লেখ করেন।
সম্পাদক : মোহাম্মদ জিয়াউল হক, প্রকাশক : আব্দুল্লাহ আল মাহমুদ
Contact : +8801822288799 (WhatsApp), E-mail : muktomonnews@gmail.com, Office : 56, A.H Tower (4th Floor), Sector-3, Road-2, Azampur, Uttara, Dhaka-1230.
© All rights reserved by Weekly MUKTOMON - 2024-25