মুক্তমন রিপোর্ট : ‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের ঐক্য: গড়বে আগামীর শুদ্ধতা’—এই প্রতিপাদ্য নিয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস-২০২৫ উপলক্ষে মানববন্ধন ও র্যালি অনুষ্ঠিত হয়েছে রাজধানীর উত্তরার মাইলস্টোন কলেজে। গত ৯ ডিসেম্বর আয়োজিত এ কর্মসূচির উদ্যোগ নেয় ঢাকা মহানগর দুর্নীতি প্রতিরোধ কমিটি, উত্তরা অঞ্চল।
র্যালিতে মাইলস্টোন কলেজের বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশ নেয়। তারা দুর্নীতি প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন স্লোগানসংবলিত ব্যানার, প্ল্যাকার্ড ও ফেস্টুন প্রদর্শন করে। শিক্ষার্থীদের এসব অংশগ্রহণ কলেজের সামনে দুর্নীতি বিরোধী বার্তা ছড়িয়ে দেয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন মাইলস্টোন কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক জহিরুল হক, উপাধ্যক্ষ (প্রশাসন) মো. মাসুদ আলম, ঢাকা মহানগর দুর্নীতি প্রতিরোধ কমিটি উত্তরা অঞ্চলের সাবেক সভাপতি লে. কর্নেল এম. আব্দুল খালেক (অব.), সাধারণ সম্পাদক মনিরুজ্জামান, সহ-সভাপতি মো. নাজমুল আলমসহ কমিটির অন্যান্য সদস্য।
আয়োজকদের বক্তব্যে বলা হয়, দুর্নীতি দমন এবং স্বচ্ছ সমাজ বিনির্মাণে তরুণ প্রজন্মকেই অগ্রণী ভূমিকা নিতে হবে। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনকে আরও শক্তিশালী করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
সম্পাদক : মোহাম্মদ জিয়াউল হক, প্রকাশক : আব্দুল্লাহ আল মাহমুদ
Contact : +8801822288799 (WhatsApp), E-mail : muktomonnews@gmail.com, Office : 56, A.H Tower (4th Floor), Sector-3, Road-2, Azampur, Uttara, Dhaka-1230.
© All rights reserved by Weekly MUKTOMON - 2024-25