মুক্তমন রিপোর্ট : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রী হয়রানি প্রতিরোধে বিশেষ অভিযান পরিচালনা করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ। সম্প্রতি বিমানবন্দরের টয়লেটে টিস্যু না রেখে যাত্রীদের কাছ থেকে বকশিস দাবি করার অভিযোগ পাওয়ার পর এ অভিযান চালানো হয়।
অভিযানে বিমানবন্দরের অভ্যন্তরীণ ৯৩টি টয়লেট পরিদর্শন করা হয়। এ সময় বিনা নোটিসে সকল ক্লিনারের শরীর তল্লাশি এবং টয়লেটগুলোতে টিস্যুর সঠিক অবস্থান পরীক্ষা করা হয়।
পরিদর্শনে দু’টি প্রতিবন্ধীদের টয়লেট ও একটি পুরুষদের টয়লেটে টিস্যু না রাখার প্রমাণ মেলে। এ কারণে সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত তিন কর্মীকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। একই সঙ্গে সেবা প্রদানকারী প্রতিষ্ঠান একে ট্রেডার্সকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
তদন্তে ক্লিনারদের শরীর তল্লাশি করে বকশিস নেওয়ার কোনো আলামত পাওয়া যায়নি। তবে ভবিষ্যতে অনিয়ম বন্ধে ক্লিনারদের ডিউটিতে যোগদানের আগে ও ডিউটি শেষে বডি চেক করার নির্দেশনা জারি করা হয়েছে।
যাত্রীদের উদ্দেশে বিমানবন্দর কর্তৃপক্ষ ও বাংলা এভিয়েশন জানিয়েছে— কেউ যদি বকশিস দাবি করে, তবে তাৎক্ষণিকভাবে বিমানবন্দর অথরিটিকে জানানোর আহ্বান জানানো হচ্ছে।
সম্পাদক : মোহাম্মদ জিয়াউল হক, প্রকাশক : আব্দুল্লাহ আল মাহমুদ
Contact : +8801822288799 (WhatsApp), E-mail : muktomonnews@gmail.com, Office : 56, A.H Tower (4th Floor), Sector-3, Road-2, Azampur, Uttara, Dhaka-1230.
© All rights reserved by Weekly MUKTOMON - 2024-25