
মুক্তমন রিপোর্ট: রাজধানীর উত্তরা থেকে সিকিউরিটি গার্ড মাহবুব আলমের (৫৭) কাছ থেকে ছিনতাই হওয়া লাইসেন্সকৃত শটগানটি শেরেবাংলা নগর এলাকা থেকে উদ্ধার করেছে র্যাব। শনিবার (১৭ জানুয়ারি) দিবাগত রাত পৌনে ২টার দিকে শেরেবাংলা নগরের শ্যামলী কল্যাণ সমিতি এলাকা থেকে র্যাব-১ অস্ত্রটি উদ্ধার করে।
র্যাব সূত্র জানায়, উদ্ধারকৃত অস্ত্রটি একটি বারো বোরের শটগান। এ সময় শটগানের সঙ্গে চার রাউন্ড কার্তুজও উদ্ধার করা হয়। র্যাব-১ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া অফিসার) মো. রাকিব হাসান রোববার (১৮ জানুয়ারি) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন। উদ্ধার শেষে শটগান ও কার্তুজগুলো উত্তরা পশ্চিম থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. রাকিব হাসান জানান, শেরেবাংলা নগরের শ্যামলী কল্যাণ সমিতিস্থ ১ নম্বর রোডের ১/বি/১ নম্বর বাড়ির নিচতলার পশ্চিম পাশের একটি কক্ষে থাকা গার্মেন্টস সামগ্রীর গোডাউনের প্লাস্টিকের বস্তার ভেতর থেকে শটগানটি উদ্ধার করা হয়।
এর আগে শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যার পর উত্তরা ১৪ নম্বর সেক্টরের ১২ নম্বর সড়কের ২৪ নম্বর সড়কের একটি বাসার সামনে সিকিউরিটি গার্ড মাহবুব আলমকে আঘাত করে তার কাছ থেকে অস্ত্রটি ছিনতাই করা হয়।
র্যাব জানায়, ঘটনার দিন বিকেল ৩টার দিকে মাহবুব আলম উত্তরা ৬ নম্বর সেক্টরের একতা হাউজ থেকে বের হয়ে দায়িত্ব পালনকালে ওই বাসার সামনে অবস্থান করছিলেন। সন্ধ্যা ৬টা ৪৮ মিনিটে একটি সাদা রঙের প্রাডো গাড়ি সেখানে আসে। গাড়িটির পেছনে একটি নিশান এক্সট্রেইল ও একটি মোটরসাইকেল আসে।
প্রাডো গাড়ির বাম পাশের দরজা খোলার সঙ্গে সঙ্গে ভেতর থেকে এক অজ্ঞাতনামা ব্যক্তি নামেন। এ সময় নিশান এক্সট্রেইল থেকে চারজন এবং মোটরসাইকেল থেকে দুইজন নেমে এসে মাহবুব আলমের কাছ থেকে শটগান ছিনিয়ে নেয় এবং সেই অস্ত্র দিয়েই তাকে আঘাত করে। পরে দুর্বৃত্তরা প্রাডো গাড়ি থেকে নামা ওই অজ্ঞাত ব্যক্তিকে লাইসেন্সকৃত শটগানসহ অপহরণ করে নিয়ে যায়।
এ ঘটনায় শনিবার (১৭ জানুয়ারি) মাহবুব আলমের ছেলে ও সাবেক সেনা সদস্য আব্দুল্লাহ ইসমে আযম বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় একটি মামলা দায়ের করেন।
ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।
সম্পাদক : মোহাম্মদ জিয়াউল হক, প্রকাশক : আব্দুল্লাহ আল মাহমুদ
Contact : +8801822288799 (WhatsApp), E-mail : muktomonnews@gmail.com, Office : 56, A.H Tower (4th Floor), Sector-3, Road-2, Azampur, Uttara, Dhaka-1230.
© All rights reserved by Weekly MUKTOMON - 2024-25