মুক্তমন রিপোর্ট: গত সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের দিন সংবাদ সংগ্রহ করতে গিয়ে স্ট্রোক করে মারা যান চ্যানেল এস এর সাংবাদিক তরিকুল ইসলাম শিবলী। শুক্রবার সন্ধ্যায় তার টঙ্গীর মধুমিতা রোডস্থ বাসায় পরিবারের সঙ্গে দেখা করেছেন নবনির্বাচিত ডাকসু নেতা ও ইসলামী ছাত্রশিবিরের নেতৃবৃন্দ। তারা মৃতের পরিবারের খোঁজখবর নেন এবং বাচ্চাদের হাতে নগদ দুই লাখ টাকা দেন।
এ সময় ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম, ডাকসু‘র নবনির্বাচিত ভিপি সাদিক কায়েম, জিএস এস এম ফরহাদ, পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ ও শিবিরের গাজীপুর মহানগর সভাপতিসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শুক্রবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের অ্যাকাউন্টে ডাকসুর নবনির্বাচিত জিএস এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি এস এম ফরহাদ লেখেন, ‘ডাকসু নির্বাচনের দিন সংবাদ কাভার করতে গিয়ে ইন্তেকাল করেছেন তরিকুল শিবলী ভাই। তিনি রেখে গেছেন দুই সন্তান। বড় সন্তান আয়াতের বয়স চার বছর এবং ছোট সন্তান আজমীনের বয়স দেড় বছর।’
তিনি লেখেন, চার বছর বয়সী আয়াত দীর্ঘ আলাপের ফাঁকে আমাকে বলছে— ‘আমার বাবাকে আল্লাহ নিয়ে গেছেন এবং আল্লাহ বাবাকে সুন্দর একটা জায়গায় রেখেছেন। যেহেতু বাবা আসবেন না, তাই আমি আমার মা ও ছোট বোন আজমীনের খোঁজখবর রাখবো, আদর করবো।’ অবুঝ শিশুর মুখে এমন ভারি কথা!
তিনি আরও লেখেন, আমরা পরিবারের সঙ্গে প্রাথমিক সাক্ষাতে ছোট্ট দুই শিশুর খরচের জন্য ছাত্রশিবিরের পক্ষ থেকে আপাতত দুই লাখ টাকা পৌঁছে দিয়েছি। ইনশাআল্লাহ, আমরা সব প্রয়োজনে সাধ্যমতো পরিবারটির পাশে থাকবো। বাবা হারানো ছোট শিশুদের জন্য দোয়া চাই।
এ প্রসঙ্গে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বাসসকে নিহত সাংবাদিক শিবলীর স্ত্রী শিবিরের প্রশংসা করে বলেন, আমার স্বামীর মৃত্যুর পর আজ পর্যন্ত রাষ্ট্রীয় বা রাজনৈতিক কেউই আমাদের খোঁজখবর নিতে আসেননি। আজকে শিবির আসলো এবং তারা আমার সন্তানদের জন্য ২ লক্ষ টাকাও দিয়ে গেছে। শিবিরের জন্য আমি দু'আ করি।
সম্পাদক : মোহাম্মদ জিয়াউল হক, প্রকাশক : আব্দুল্লাহ আল মাহমুদ
Contact : +8801822288799 (WhatsApp), E-mail : muktomonnews@gmail.com, Office : 56, A.H Tower (4th Floor), Sector-3, Road-2, Azampur, Uttara, Dhaka-1230.
© All rights reserved by Weekly MUKTOMON - 2024-25