ঢাকা-১৮ আসনে ভোর ফজরের পর গণসংযোগের সময়ে বাংলাদেশ সরকারি কুয়েত–মৈত্রী হাসপাতালের চরম অব্যবস্থাপনা লক্ষ্য করেন এনসিপি–জামায়াতসহ ১০ দলীয় জোটের মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম। শনিবার (২৪ জানুয়ারি) হাসপাতাল প্রাঙ্গণ পরিদর্শনকালে তিনি রোগীদের দীর্ঘ ভোগান্তির চিত্র প্রত্যক্ষ করেন।
আরিফুল ইসলাম বলেন, চতুর্থ শিল্প বিপ্লবের যুগে এসেও হাসপাতালের বহির্বিভাগে রোগীদের সেকেলে পদ্ধতিতে লাইনে দাঁড়িয়ে, বোতল রেখে সিরিয়াল ধরতে হচ্ছে। অনেক রোগীকে ৪–৫ ঘণ্টা অপেক্ষা করে চিকিৎসকের শরণাপন্ন হতে হচ্ছে, যা অমানবিক ও অনাকাঙ্ক্ষিত।
তিনি অভিযোগ করেন, এই অব্যবস্থাপনার কারণে বৃদ্ধ, নারী ও অসুস্থ রোগীরা সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হচ্ছেন। নির্বাচিত হলে হাসপাতালসহ সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে ডিজিটাল সিরিয়াল ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হবে বলে আশ্বাস দেন তিনি, যাতে রোগীদের সময় ও কষ্ট দুটোই কমে।
এ সময় স্থানীয়রা হাসপাতালের বর্তমান ব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন এবং দ্রুত আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেবা নিশ্চিত করার দাবি জানান।
সম্পাদক : মোহাম্মদ জিয়াউল হক, প্রকাশক : আব্দুল্লাহ আল মাহমুদ
Contact : +8801822288799 (WhatsApp), E-mail : muktomonnews@gmail.com, Office : 56, A.H Tower (4th Floor), Sector-3, Road-2, Azampur, Uttara, Dhaka-1230.
© All rights reserved by Weekly MUKTOMON - 2024-25