মুক্তমন রিপোর্ট:
রাজধানীর গেন্ডারিয়া এলাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নাট্যকলা বিভাগের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত শিক্ষার্থীর নাম আকাশ। তিনি নাট্যকলা বিভাগের ১০ম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি ফরিদপুর জেলায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে গেন্ডারিয়া থানাধীন এলাকার নিজ বাসায় আকাশকে তার কক্ষে ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্বজনরা। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে গেন্ডারিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
গেন্ডারিয়া থানার তদন্ত কর্মকর্তা নাজমুল হাসান গণমাধ্যমকে জানান, রাত সাড়ে ৯টার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। প্রাথমিক সুরতহাল শেষে মৃত্যুর সঠিক কারণ নির্ধারণের জন্য মরদেহটি ময়নাতদন্তের উদ্দেশ্যে রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিডফোর্ড) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
আকাশের মৃত্যুর খবরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শোকের ছায়া নেমে এসেছে। নাট্যকলা বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা গভীর শোক প্রকাশ করেছেন। সহপাঠীরা জানান, আকাশ ছিলেন মেধাবী, সংস্কৃতিমনা ও শান্ত স্বভাবের একজন তরুণ। তার অকাল মৃত্যুতে বিভাগসহ পুরো ক্যাম্পাসে শোকাবহ পরিবেশ বিরাজ করছে।
পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও ময়নাতদন্তের প্রতিবেদন না পাওয়া পর্যন্ত মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করা যাচ্ছে না। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে এবং বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। নিহত শিক্ষার্থীর পরিবারকে ইতোমধ্যে বিষয়টি জানানো হয়েছে।
সম্পাদক : মোহাম্মদ জিয়াউল হক, প্রকাশক : আব্দুল্লাহ আল মাহমুদ
Contact : +8801822288799 (WhatsApp), E-mail : muktomonnews@gmail.com, Office : 56, A.H Tower (4th Floor), Sector-3, Road-2, Azampur, Uttara, Dhaka-1230.
© All rights reserved by Weekly MUKTOMON - 2024-25