মুক্তমন রিপোর্ট: রাজধানীর উত্তরায় জুলাই রেভেলস নামের একটি সংগঠনের দুই সদস্যকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৩ নভেম্বর) সন্ধ্যার পর উত্তরা ৮ নম্বর সেক্টরের পাবলিক কলেজ–সংলগ্ন সংগঠনটির কার্যালয়ের ভেতরে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন ইউসুফ আলী রেদওয়ান ও মো. ইয়াসিন। রেদওয়ান সংগঠনের প্রস্তাবিত সহসংগঠক এবং ইয়াসিন একজন সদস্য।
জুলাই রেভেলসের সহসংগঠক মো. পারভেজ জানান, শনিবার বিকেলে উত্তরার বিএনএস সেন্টারের সামনে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা–৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি–র ওপর হামলার প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে তাঁরা অংশ নেন। মানববন্ধন শেষে সন্ধ্যার দিকে তাঁরা সংগঠনের কার্যালয়ে গিয়ে বিশ্রাম নিচ্ছিলেন।
তিনি বলেন, কার্যালয়টি এক কক্ষের এবং আশপাশে তেমন জনবসতি নেই। এ সময় কয়েকজন সন্ত্রাসী অফিসে ঢুকে রেদওয়ান ও ইয়াসিনকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যায়।
আহত দুজনের মাথায় গুরুতর আঘাত করা হয়েছে বলে জানান পারভেজ। প্রথমে তাঁদের কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে নিকটবর্তী একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসকরা তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করতে পারেন বলে জানা গেছে।
ঘটনার খবর পেয়ে উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোর্শেদ আলম–সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা হাসপাতালে উপস্থিত হন। পুলিশ জানায়, বিষয়টি তদন্ত করে হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
সম্পাদক : মোহাম্মদ জিয়াউল হক, প্রকাশক : আব্দুল্লাহ আল মাহমুদ
Contact : +8801822288799 (WhatsApp), E-mail : muktomonnews@gmail.com, Office : 56, A.H Tower (4th Floor), Sector-3, Road-2, Azampur, Uttara, Dhaka-1230.
© All rights reserved by Weekly MUKTOMON - 2024-25