স্টাফ রিপোর্টারঃ বিএনপি কেন্দ্রীয় ক্রীড়াবিষয়ক সম্পাদক আমিনুল হক বলেছেন, বাংলাদেশের ক্রীড়াঙ্গনের বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতে এখনও পর্যন্ত ফ্যাসিস্ট আওয়ামী স্বৈরাচার সরকারের দোসররা বহাল তরিয়তে বসে আছে।
শুক্রবার বিকেলে রাজধানীর মোহাম্মদপুর শ্যামলী ক্লাব মাঠে জিয়া আন্ত:থানা ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আমিনুল হক বলেন, বাংলাদেশ যখন স্বৈরাচার মুক্ত হয়েছে, স্বাধীন হয়েছে, সেই স্বৈরাচার মুক্ত ও স্বাধীন বাংলাদেশে দেশের ক্রীড়াঙ্গনকেও আমরা পরিপূর্ণভাবে স্বৈরাচার মুক্ত করতে চাই। ক্রীড়াঙ্গন থেকে ষড়যন্ত্রকারীদের সরিয়ে দিয়ে দেশের ক্রীড়াঙ্গনকে নতুনভাবে ঢেলে সাজাতে চাই।
তিনি বলেন, গত ১৭ বছরে আওয়ামী ফ্যাসিবাদ সরকার ক্রীড়া সংগঠনের ক্লাবগুলোকে দলীয়করণ করে খেলার মাঠগুলোকে তারা দখলে নিয়ে বিভিন্ন স্থাপনা তৈরির মাধ্যমে মাঠগুলোকে ধ্বংস করে ফেলেছে।
সম্পাদক : মোহাম্মদ জিয়াউল হক, প্রকাশক : আব্দুল্লাহ আল মাহমুদ
Contact : +8801822288799 (WhatsApp), E-mail : muktomonnews@gmail.com, Office : 56, A.H Tower (4th Floor), Sector-3, Road-2, Azampur, Uttara, Dhaka-1230.
© All rights reserved by Weekly MUKTOMON - 2024-25