স্টাফ রিপোর্টারঃ জেনভায় নিযুক্ত মানবাধিকার বিষয়ক রাষ্ট্রদূত ও ব্রিটিশ সরকারের উপ-স্থায়ী প্রতিনিধি এলেনর স্যান্ডার্সের সঙ্গে বৈঠক করেছে বিএনপি।
সোমবার ঢাকাস্থ বৃটিশ হাইকমিশনার বাস ভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএনপি স্থায়ী কমিটি সদস্য ও চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটি সদস্য ডক্টর আব্দুল মঈন খান ও দলটির সাংগঠনিক সম্পাদক চেয়ারপারসনের পররাষ্ট্রনীতি বিষয়ক বিশেষ সহযোগী উপদেষ্টা কমিটি সদস্য শামা ওবায়েদ উপস্থিত ছিলেন।
বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান। তিনি জানান, জেনভায় নিযুক্ত মানবাধিকার বিষয়ক রাষ্ট্রদূত এলেনর স্যান্ডার্সের সাথে বৈঠক করেছে বিএনপি।
এই বিষয়ে শামা ওবায়েদ জানান, বৈঠকে জেনভা রাষ্ট্রদূতে সঙ্গে বাংলাদেশের বর্তমান মানবাধিকার পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে।
এদিকে দেশের বর্তমান মানবাধিকার পরিস্থিতি নিয়ে জেনভা রাষ্ট্রদূতের অবস্থান কি ছিলো সেটা পরিস্কার করেনি শামা ওবায়েদ।
সম্পাদক : মোহাম্মদ জিয়াউল হক, প্রকাশক : আব্দুল্লাহ আল মাহমুদ
Contact : +8801822288799 (WhatsApp), E-mail : muktomonnews@gmail.com, Office : 56, A.H Tower (4th Floor), Sector-3, Road-2, Azampur, Uttara, Dhaka-1230.
© All rights reserved by Weekly MUKTOMON - 2024-25